নাক দিয়ে রক্ত পড়া এরকম রোগের সম্মুখীন হয়েছে অনেকেই। নাক দিয়ে রক্ত পড়া দেখে অনেকেই ভয় পেয়ে যান। নাক দিয়ে রক্ত পড়া দেখে ভয় না পেয়ে প্রথমিকভাবে উচিত না চেপে ধরা। নাক চেপে ধরলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ভয়ের কোন কারণ নেই নানা কারণেই এরকম নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়লে আমরা ভাবি এটি কোন ওসুখ যে কোন নারী-পুরুষের যেকোন বয়সে এ ধরনের সমস্যা হতে পারে। আজকের আর্টিকেলটি হল নাক দিয়ে রক্ত পড়া রোগ নির্ণয় ও নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসা এবং নাকের রক্ত পড়া নিয়ে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভূমিকা নাক আমাদের শরীরের একটি অঙ্গ।নাকের ঝিল্লি আবরণী অনেক পাতলা হওয়ার কারণে হালকা আঘাতেই নাক দিয়ে রক্ত বের হয়ে থাকে।আমরা এমন কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব।যে কাজগুলো করলে নাক থেকে রক্ত পড়তে পারে। এবং বাচ্চারাও যাতে এরকম কাজ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নাক দিয়ে রক্ত পড়া রোগের নাম কি? নাকের প্রধান কাজ হল শ্বাসপ্রশ্বাস নেওয়া। হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। নাক দিয়ে রক্ত পড়া কে বলা হয় এপিস্ট্যাক্সিস। নাক দিয়ে রক্ত পড়া নিজে ...