Skip to main content

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়া এরকম রোগের সম্মুখীন হয়েছে অনেকেই। নাক দিয়ে রক্ত পড়া দেখে অনেকেই ভয় পেয়ে যান। নাক দিয়ে রক্ত পড়া দেখে ভয় না পেয়ে প্রথমিকভাবে উচিত না চেপে ধরা। নাক চেপে ধরলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ভয়ের কোন কারণ নেই নানা কারণেই এরকম নাক দিয়ে রক্ত পড়তে পারে।



নাক দিয়ে রক্ত পড়লে আমরা ভাবি এটি কোন ওসুখ যে কোন নারী-পুরুষের যেকোন বয়সে এ ধরনের সমস্যা হতে পারে। আজকের আর্টিকেলটি হল নাক দিয়ে রক্ত পড়া রোগ নির্ণয় ও নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসা এবং নাকের রক্ত পড়া নিয়ে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ভূমিকা

নাক আমাদের শরীরের একটি অঙ্গ।নাকের ঝিল্লি আবরণী অনেক পাতলা হওয়ার কারণে হালকা আঘাতেই নাক দিয়ে রক্ত বের হয়ে থাকে।আমরা এমন কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব।যে কাজগুলো করলে নাক থেকে রক্ত পড়তে পারে। এবং বাচ্চারাও যাতে এরকম কাজ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

নাক দিয়ে রক্ত পড়া রোগের নাম কি?

নাকের প্রধান কাজ হল শ্বাসপ্রশ্বাস নেওয়া। হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। নাক দিয়ে রক্ত পড়া কে বলা হয় এপিস্ট্যাক্সিস। নাক দিয়ে রক্ত পড়া নিজে কোনও রোগ নয়, বরং এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র।নাক কান গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।

এটি নাকের একপাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস সমস্যাটি অধিকাংশ ক্ষেত্রেই একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসাবে দেখা যায়। একে মেডিকেল ইমার্জেন্সি হিসেবে দেখা হয়। সাধারণত ৬০ শতাংশ মানুষ জীবনের কোনও না কোনও সময় নাক দিয়ে রক্ত পড়ার সমস্যার সম্মুখীন হয়।

সর্দির সাথে নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি?

সর্দি হলে বারবার নাকে বেশি হাওয়া টানলেও শিরাতে বাতাসের চাপ বেড়ে গিয়ে রক্ত পড়তে থাকে। অনেকের নখ দিয়ে নাক পরিষ্কারের অভ্যাস থাকে বলেও এমনটা হয়। আবার জোরে হাঁচির সময় নাক চাপলেও শিরায় আঘাত লেগে রক্তক্ষরণ হতে পারে। তবে বেশি আঘাত বা আঙুলের স্পর্শ ছাড়া নাকে রক্ত এসে থাকলে তাতে সতর্ক থাকতে হয়।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার কি?

  • নাকের সমস্যা-
  • আঘাত জনিত
  • অপরেশন জনিত
  • নাকের সর্দি, সাইনোসাইটিস
  • নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন-এনট্রফিক রাইনাইটিস, রাইনসপরিডিওসিস
  • নাকের ভিতর টিউমার
  • নাকের মাঝখানের হাট অতিরিক্ত বাঁকা
  • নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি।


সাধারণ কারণ
  • ওষুধ
  • উচ্চরক্তচাপ
  • রক্তনালির কিছু জন্মগত ত্রুটি
  • মাসিকের সময় এবং গর্ভবস্থায়
  • জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস
  • রক্তের রোগ যেমন এপ্লাস্টিক, অ্যানমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পারপুরা।

রোগ নির্ণয় ও চিকিৎসা

কী কারণে নাক দিয়ে রক্ত পড়ছে সেটি নির্ণয় করে চিকিৎসা নিতে হয়। নাকের সামনের দিক থেকেও রক্তপাত হলে খুব দ্রুত তা বন্ধ করা যায়। কিন্তু পিছন বা ভিতরের দিক থেকে রক্তপাত হলে বহুক্ষেত্রে তা বন্ধ করতে অনেক সময় লাগে। কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা এক্স রে এবং সিটি স্ক্যান নাকের এন্ডোস্কোপির দরকার পড়ে।

নাক থেকে রক্ত পড়ার প্রতিরোধ

  • নাক খুটবেন না। অনেকের খুব পছন্দের কাজ এটি। খুঁটে খুঁটে নাক থেকে ময়লা বের করেন। এতে হুট করে নাক থেকে রক্ত পড়া বের হয়।
  • উর্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ সর্দিকাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হাড় বাঁকা থাকলে তারও চিকিৎসা নিন। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়।
  • বাচ্চাদের খেয়াল রাখুন। ঘনঘন এক নাকে দুর্গন্ধযুক্ত সর্দি হওয়া এবং এর সঙ্গে রক্ত গেলে সতর্ক হবেন কোনো ওষুধে ভালো না হওয়ার মানে হল বাচ্চা সবার অলক্ষ্যে নাকে কিছু ঢুকিয়েছে।
  • বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত রক্তচাপ মাপান। নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ওষুধ খান অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই যখনই এমন হবে আগে ব্লাড প্রেশার চেক করে নিতে হবে
  •  যারা রক্ত তরলীকরণের ওষুধ খেয়ে থাকেন, তাঁদের নাক দিয়ে রক্ত এলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইতিহাস জানাবেন। এসব ওষুধের কারণেও রক্তক্ষরণ হতে পারে।
  • যাঁদের নাকের ভিতরটা শুকিয়ে যায় বা ময়লা জমে, তাঁরা খোঁচাখুঁচি না করে দিনে ৩,৪বা নরসল ড্রপ চার পাঁচ ফোঁটা করে উভয় নাকের ছিদ্রে দিয়ে অথবা ভ্যাসেলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ?

গর্ভাবস্থায় মায়েদের শরীরে কিছু পরিবর্তন আসে যা নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। নাক থেকে রক্ত পড়লে অনেকে আতঙ্কিত হয়ে যায়। তবে গর্ভাবস্থায় এমনটা হওয়া খুব কমন। এবং সাধারণত দুশ্চিন্তার কারণ নয়৷ ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করা সম্ভব গর্ভাবস্থায় নাক থেকে রক্ত পড়ার কোন নির্দিষ্ট সময়কাল নেই।



এই সমস্যা গর্ভবস্হায় প্রথম ত্রৈমাসিকে শুরু হয়ে পুরো গর্ভকাল জুড়ে চলতে পারে গর্ভবস্হায় কতদিন ধরে এই সমস্যা থাকবে সেটা গর্ভবতীর শারীরিক অবস্থা ও। তাঁর জীবন ধারার মতো কিছু বিষয়ের সাথে জড়িত। তাই একেকজনের ক্ষেত্রে এই সময়কার একেক রকম হতে পারে।গর্ভধারণের পর আপনার শরীরের স্বাভাবিক ভাবেই বিভিন্ন ধরনের পরিবর্তন হয়।

এমন কিছু পরিবর্তনের কারণে গর্ভবতীদের নাক দিয়ে রক্ত পরার সমস্যা দেখা দিতে পারে।গর্ভাবস্থায় নাক থেকে রক্ত পড়ার কারণ গুলোর মধ্যে রয়েছে-
  • শরীরে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া।
  • হরমোনের মাত্রা বেড়ে যাওয়া
  • পানিশূন্যতা।
  • অ্যালার্জি অথবা ঠান্ডা সর্দি।

লেখক এর শেষ মন্তব্য

প্রথমতভাবে আমাদের সকলের উচিত যে কাজগুলো করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে,এমন কাজগুলো থেকে বিরত থাকা।যদি কেউ এই রোগের সম্মুখীন হয়ে পড়েন তবে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল নাক চেপে ধরতে হবে এবং প্রথমিকভাবে চিকিৎসা নিতে হবে।

নাক থেকে রক্ত পড়া এবং প্রতিকার আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন।তবে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন