তীব্র গরমে একটু প্রশান্তির জন্য সকলেই চাই এসি কিন্তু আমরা অনেকেই জানিনা এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।এক সময় এসি ছিল উচ্চবিত্তদের বিলাসিতা।কিন্তু এখন উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই প্রয়োজন হিসেবে এসি ব্যবহার করছেন।ঘর ঠান্ডা করার ক্ষেত্রে ঘরের আকার এবং আপনার এসির টন ধারণের উপর নির্ভর করে।তাই এমন একটি এসি কিনুন যা আপনার ঘরের সঙ্গে এসিটি মানানসই হয়।
ঘাম ঝরানো গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাপমাত্রার তীব্রতা।আর এজন্যই প্রত্যেকটি বাড়িতে এসির মত হোম প্লায়েন্স খুবই জরুরী।আজকে আমরা জানব,এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?উইন্ডো এসি নাকি স্প্লিট এসি কিনবেন?এসি ব্যবহারের আগে কোন সব বিষয়গুলো জানতে হবে?এসি সম্পর্কে আরো বিস্তারিত জানতে,এসি কেনার আগে এই আর্টিকেলটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।
ভূমিকা
আগুন ঝঁরা এই গরমে স্বস্তি পেতে সবাই চায় একটু ঠান্ডায থাকতে।এই গরমে অনেকেই ভাবছেন এসি কেনার কথা।এসি কেনার সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন জাগে।কেমন এসি কিনলে বিদ্যুৎ বিল কম আসবে,কোন রুমের জন্য কত টনের এসি কিনতে হবে ইত্যাদি প্রশ্নের উত্তর ও কিছু মৌলিক বিষয়গুলো এসি কেনার আগে জেনে নিন।
এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে
- যেই কোম্পানির এসি কিনবেন,সে কোম্পানি আপনার শহরের মধ্যে আছে কিনা সেটা খেয়াল রেখে আপনাকে এসি কিনতে হবে।কারণ,আপনার শহরে যদি এসি কোম্পানি না থাকে তবে ভবিষ্যতে নষ্ট হলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
- কোম্পানির ‘আফটার সেল সার্ভিস’ অবশ্যই দেখে কিনতে হবে।
- এসি কেনার পরে কোন সমস্যা দেখা দিলে কোম্পানি কতটুকু কাজ করবে সে ব্যাপারে ডকুমেন্ট নিয়ে নিতে হবে।
- এসি কোম্পানির সুনাম ও রিভিউ আছে কতটুকু সেদিকেও খেয়াল রাখতে হবে।
- মনে রাখবেন অবশ্যই ভালো কোম্পানি থেকে কিনতে হবে,যদি ভালো কোম্পানি থেকে না কিনেন তাহলে পরে প্রচুর পরিমাণে খরচের আশঙ্কা থাকতে পারে।
উইন্ডো এসি নাকি স্প্লিট এসি কিনবেন
আগের পর্বেই আমরা জানতে পেরেছি এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?এসি কেনার আগে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে স্প্লিট এসি নাকি উইন্ডো এসি কিনবেন।এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে উইন্ডো এসি ও এসি কি?মূলত প্লেট এসিতে কম্প্রেসার ঘরের বাহিরে থাকে।তাই ঘরের ভিতরে মেশিনের আওয়াজ শোনা যায় না।কিন্তু একটি সমস্যা হল বসানোর জন্য ঘরের দেয়াল বানতে হয়।
যদি আপনার দেয়াল ভাঙতে কোন সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি স্লিট এসি বসাতে পারেন।কিন্তু আপনার গর যদি ছোট হয় সেক্ষেত্রে ঘর ভালো ঠান্ডা রাখার জন্য উইন্ডো এসি ব্যবহার করতে পারেন।উইন্ডো এসি লাগাতে গেলে একটা জানালা বন্ধ হয়ে যায়,আর উইন্ডো এসি বন্ধ করে দিলে ঘরের মধ্যে হাওয়া বাতাস ঢোকার সম্ভাবনা অনেকটাই কম।দামের দিক থেকে স্লিত এসির দাম উইন্ডোজ এর দামের চেয়ে একটু বেশি।
ঘরের আকার অনুযায়ী এসি কিনুন
এসি কেনার আগে ঘরের আকার কি রকম সেটা আপনাকে অবশ্যই জানতে হবে।ঘরের আকার যদি আয়তনে সর্বোচ্চ 140 স্কয়ার ফিট পর্যন্ত হয়।সেক্ষেত্রে ১ টন ক্ষমতা সম্পন্ন হয়েছে কিনলেই হবে।তবে ঘরের আকার যদি ১৪০ থেকে ১৮৯৬ ফিট হয় সেক্ষেত্রে আপনাকে দেড় টনের এসি কিনতে হবে।যে ঘরে জানালা আছে,যদি সে ঘরে এসি বসাতে চান তবে আপনার পছন্দ অনুসারে ভালো ব্রান্ড দেখে উইন্ডো এসি কিনতে পারেন।আপনার বরের আকার যদি বড় হয়ে থাকে এবং কোন জানালা না থাকে তবে সেক্ষেত্রে আপনি স্প্লিট এসি কিনতে পারেন।মূলত বসার ঘরের জন্য এবং অফিসের বড় রুমের জন্য স্প্লিট এসি ব্যবহার করা হয়ে থাকে।
কোন ব্র্যান্ডের এসি কিনবেন জেনে নিন
এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?এই সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারণা ছিল না এখন আমরা জানতে পেরেছি এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।আপনি কোন ব্রান্ডের এসি কিনবেন সেটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে।আপনার বাজেট অনুযায়ী আপনি অল্প একটু কল্পনা করে নিন কোন ব্র্যান্ডের এসি আপনার জন্য ভালো হবে।দেশি কিংবা বিদেশি সব ব্রান্ডেরই এসি ভালো হতে পারে।
যদি তার মধ্যে উপরের আলোচিত বিষয় গুলো থাকে।আপনি যখন কোন একটি দামি জিনিস কিনবেন তখন অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন।হঠাৎ করে কিনে ফেললেই হবে না।শুধু কোম্পানিগুলোর মার্কেটিং দেখে কিনে ফেললেই হবে না।ভুল জিনিস কিনে ভুলের খাতায় নাম না লিখিয়ে উপরের বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে তারপর কিনুন।ভালো মানের এসি কিনে এই গরমে থাকুন স্বস্তিতে।
আপনি কি ইনভার্টার সহ এসি কিনতে চাচ্ছেন
আপনি অবশ্যই ইনভার্টার সহ এসি কেনার চেষ্টা করবেন।ইনভার্টার এসি চালালে বিদ্যুৎ সাশ্রয়ী হয়।তাই বর্তমানে বাজারে ইনভার্টার এসির জনপ্রিয়তা হয়ে উঠেছে।ইনভেটার এসির কম্প্রেসার সবসময় প্রয়োজন মত ক্যাপাসিটিতে থাকে,এবং ঘরকে প্রয়োজনমতো ঠান্ডা রাখে।যেহেতু ইনভার্টার এসির কম ক্যাপাসিটিতে চলে তাই সাধারণ এসিগুলোর থেকে এই এসির বিদ্যুৎ খরচ খান একটু কম হয়।
এসির মূল উপাদান কি জেনে নিনি
একটি এসির অপরিহার্য মূল উপাদান হলো ব্লয়ার ফ্যান।যা আপনার বাড়িতে বাতাস ছড়িয়ে দিয়ে ঠান্ডা রাখে।ব্লয়ার ফ্যান যত বড় হবে তত বেশি বাতাস পাওয়া যাবে।ঠান্ডা পাওয়ার গতি বাড়াতে ব্যবহার করা হয়।।একটি এসি এমনটা হওয়া উচিত যাতে কনডেন্সার কয়েলগুলো তা বিনিময় করতে পারে এবং এর মাঝে ক্ষয়রোদি বৈশিষ্ট্য থাকে।এসির আরেকটি মূল উপাদান হল ক্যাপাসিটর।যা সার্কিট বিচ্ছিন্ন হয়ে গেলে আগুন লাগা থেকে বাঁচায়।
এসির ফিচার দেখে কিনতে হবে
প্রতিনিয়ত উদ্বোধনের এই যুগে পারফরম্যান্স ও গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে।সরবরাহ রুমে নিষিদ্ধ বাতাস সরবরাহ করতে এসির ফিচার দেখে কিনা ভালো।বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে খুব সহজে পরিষ্কার করা যাবে এমন এয়ার ফিল্টার।এছাড়াও আপনার পছন্দ মতো এসি মিলে যাবে এমন এসিও বাজারে আছে।একটি এসি কত সময়ে ঘর দ্রুত ঠান্ডা করবে তা নির্ভর করে একটি কুলিং স্পিডের উপর।এসি খেলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।ফিচার জানার পাশাপাশি এসির রিমোট সম্পর্কে ও আপনাকে জানতে হবে।এসির রিমোট ফাংশন গুলো দেখে নিতে হবে এবং উদ্বোধনের ফাংশন গুলো আপনি ঠিকমতো ব্যবহার করলে আপনার অভিজ্ঞতা কে অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে।
এসি ব্যবহারের আগে কোন বিষয়গুলো জানতে হবে
- এতক্ষণে আমরা আলোচনা করেছি এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।এখন আমরা আলোচনা করবে এসি ব্যবহারের আগে কোন সব বিষয়গুলো জানতে হবে না।
- এসির দুর্ঘটনা ঠেকাতে হলে আমাদের রুমের মধ্যে লিকেসলস কমাতে হবে।দরজায় ডোর ক্লোজার বডিও শীল লাগাতে হবে,জানাদায় বাড়ি পর্দা টানাতে হবে যাতে সূর্যের আলো ঘরের ভিতরে বেশি ঢুকতে না পারে।
- ঘরে লিকেস থাকলে এসি অনবরত চালালেও কোন কাজ হবে না।কিন্তু মাস শেষে বিল বেশি আসবে।অনেক সময় বেয়ারিং বেশি ঘুরে ফলে এটি গরম হয়ে ধাতুর তলে ঘষা লেগে আগুন জলে উঠতে পারে।
- ইঞ্জিন ব্লক অতিরিক্ত উত্তপ্ত হয়ে পিস্টন বলে আটকে গিয়েও ইঞ্জিল বসে যেতে পারে।
- এসির দুর্ঘটনার জন্য বিদ্যুতের লাইনও আরেকটি ফ্যাক্টর।কম বাও অতিরিক্ত ক্যাপাসিটির তার ব্যবহার করলে বেশি লোড নিতে না পারায় কারেন্ট সাপ্লাই হয়।এর ফলে এসি থেকে সর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।এটিও এড়ানো দরকার।
- একই দুর্ঘটনা বেশ অবাক করা হলেও,এসি বিস্ফোরণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।এটি আমাদের এবং আমাদের পরিবারের জন্য নিরাপদ রাখবে।
- এসি ওয়ারিং চেক করাতে সবসময় একজন কোম্পানি টেকনিশিয়ানের সাথে যোগাযোগ রাখা উচিত এবং আলগা সংযোগ গুলি টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা করে নেয়া উচিত।
- এসি থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ বের হওয়াও একটি বিপদজনক বিষয়।এসির মধ্য থেকে যদি আওয়াজ বের হয় বা কম্পন হয় বা পোড়া গন্ধ বের হয়।তাহলে এসি বন্ধক রেখে এক্সাম টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- এসি পরিষ্কার না রাখলে এসি থেকে ঠান্ডা আসা কমে যায়।এবং এসি অতিরিক্ত গরম হয়ে যায়।সুতরাং ১৪,১৫ দিনে একবার পেয়েছি পরিষ্কার করতে হবে।
- এসির আউটডোরে ইউনিট গুলোতে দুলো জমে আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুলো জমে গেলে এতে এসির দক্ষতা হ্রাস পায় ও অতিরিক্ত গরম খাওয়া বের হওয়ার ঝুঁকি থাকে। তাই আদর ইউনিটগুলোকেও পরিষ্কার রাখতে হবে।
- দীর্ঘ সময় ধরে এসি চালানো উচিত নয়।চালানোর মাঝে কিছুটা সময় বিরতি দিতে হবে।
- এসির আউটডোর ইউনিট ফাঁকা স্থানে রাখতে হবে।যেন সেটা গাছ দিয়ে ঢাকা না থাকে।খোলামেলা জায়গায় রাখতে হবে বা বাতাস চলাচল করে এমন জায়গায় এসির বাহিরের অংশ রাখতে হবে।
- এসির ব্যবহার বেশি করা হলে ৬ মাসে একবার বিশেষজ্ঞর হাতে সার্ভিসিং করাতে হবে।
- এসি যদি কম ব্যবহার করা হয় সেক্ষেত্রে বছরে একবার বিশেষজ্ঞর হাতে সার্ভিসিং করাতে হবে।
লেখকের শেষ কথা
রুম ঠিক কত সময়ের মধ্যে ঠান্ডা হবে তা এখন খুব সহজেই নির্ণয় করা যায়।আর সর্বোচ্চ আরাম নিশ্চিত করতে এসির উপর নির্ভর করে।ভালো মানের এসি ঘরকে খুব সহজেই ঠান্ডা রাখে।সুতরাং আপনি যেহেতু এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েছেন।আপনিও এই বিষয়গুলো জানার মাধ্যমে ভালো একটি এসি কিনতে পারবেন।
এসি কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।উন্নত বা ভালো মানের এসি কেনার আগে অবশ্যই আপনাকে উপরের সম্পূর্ণ বিষয়গুলো মানতে হবে।এই আর্টিকেলটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের মাঝে আর্টিকেলটি শেয়ার করতে পারেন।
Comments
Post a Comment