আর্টিকেলের মধ্যে কিভাবে পিকচার স্ক্রিনশট দিতে হয়
আমরা যখন কোন আর্টিকেল লিখি,কিছু কিছু আর্টিকেলের ক্ষেত্রে কোন একটি কাজ কিভাবে করতে হবে এবং,ওয়েবসাইটে কিভাবে যেতে হবে,কোন জায়গা ক্লিক করতে হবে,কোন অপশনে ক্লিক করে ডাউনলোড করতে হবে,কিভাবে ওকে করতে হবে এবং কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে।এগুলো দেখিয়ে দেয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনশট এর প্রয়োজন হয়।পোস্টে স্ক্রিনশট ব্যবহারের ক্ষেত্রে যখন আমরা স্ক্রিনশট নিয়ে থাকি,
তখন পুরো স্কিনের স্ক্রিনশট না নিয়ে প্রয়োজনীয় অংশটুকু কিভাবে স্ক্রিনশট দেয়া যায় সেই সম্পর্কে জানব।স্ক্রিনশট নেয়ার ক্ষেত্রে প্রথমতভাবে আপনাকে এমনভাবে স্ক্রিনশট নিতে হবে,যাতে আর্টিকেলে সৌন্দর্য ও বাড়বে এবং যা দেখে পাঠকরা খুব সহজেই বুঝতে পারবে।আমরা যদি ফোন থেকে স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের স্ক্রিনশট নেয়ার নিয়ম।স্ক্রিনশট দেয়ার নিয়মটি হল আপনি কোন ডিভাইস ব্যবহার করেন তার উপরে নির্ভর করে।
যেমন–কিছু ফোনে ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন একসাথে চাপ দিলেই সাধারণত স্ক্রিনশট দেয়া যায়।আবার কিছু ফোনের ক্ষেত্রে ভলিউম আপ বাটন ও পাওয়ার বাটন একসাথে চাপ দিলে স্ক্রিনশট দেয়া যায়।আবার কিছু কিছু ফোন আছে,স্কিনের উপরে তিনটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে স্ক্রিনশট দেয়া যায়।আপনার ডিভাইসে কিভাবে স্ক্রিনশট দিবেন সেটা আরও সহজ ভাবে জানতে আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন।
কম্পিউটারে স্ক্রিনশট দেয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে।তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো- আপনি যে পেজটির স্ক্রিনশট নিবেন প্রথমে আপনাকে সেই পেজটিকে স্কিনের উপরে রাখতে হবে।(আপনি উইন্ডোজ 10 বা 11 যেটাই ব্যবহার করেন সেক্ষেত্রে কোন সমস্যা নেই)।প্রথমে Start Menu তে চাপ দিবেন।তারপর এখান থেকে আপনাকে Snipping tool খুঁজে বের করতে হবে।
Snipping tool খুব সহজে খুঁজে পেতে আপনি সার্চ দিয়েও খুঁজে বের করতে পারেন।তারপর আপনাকে Snipping tool বা Open অপশনে ক্লিক করতে হবে।তাহলেই Snipping tool টি Open হয়ে যাবে।তারপর New অপশনে ক্লিক করতে হবে।এরপরে আপনি কতটুকু অংশে স্ক্রিনশট দিবেন সেটুকু সিলেক্ট করে নিতে হবে।সিলেট করার পরে ছবিটাকে সেভ করার জন্য Ctrl+S বা 3 (…) লাইনে ক্লিক করে Save অপশনে গিয়ে Save করে নিতে পারবেন।
স্ক্রিনশট ইডিট করার নিয়ম
কম্পিউটারে স্ক্রিনশট ইডিট করার জন্য ফটোশপ সফটওয়্যার টা ভালো।ফোনের স্ক্রিনশট ইডিট করার জন্য ইডেট এর অপশন আছে সেখান থেকেও এডিট করা যায়।কম্পিউটারে স্ক্রিনশট ইডিট করার জন্য প্রথমে Photoshop Open করে নিতে হবে।তারপর File থেকে Open File এ গিয়ে বা Ctrl+O একসাথে চাপ দিয়ে স্ক্রিনশটটি সিলেক্ট করে Open করতে হবে।স্ক্রিনশটের পাশের অতিরিক্ত অংশটুকু বাদ দেয়ার জন্য Crop tools সিলেক্ট করতে হবে।তারপর স্ক্রিনশটের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করে Clear tatio করে নিতে হবে।আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করা অংশের যেকোনো সাইট থেকে আপনি স্ক্রিনশটটিকে ছোট করে নিতে পারেন।
আপনার স্ক্রিনশটটি কেউ যাতে ব্যবহার করতে না পারে সেজন্য আপনি আপনার স্ক্রিনশট দেয়া পিকের উপরে জলছাপ দিতে পারেন।সেজন্য আপনি আপনার পিকে আপনার ওয়েবসাইটের নাম লিখে দিতে পারেন।ওয়েবসাইট এর নাম লিখতে Text Tool বা Tipe Tool নিয়ে পিকের উপর আপনার ওয়েবসাইটের নামটি লিখে দিন।জলছাপ করার জন্য ডান সাইডে Layears এর Opacity পারসেন্টিসটি আপনার প্রয়োজন মত কমিয়ে নিন।পিকচারটি সেভ করার জন্য Ctrl+Shift+Alt+S একসাথে চাপ দিন।তারপর সেভ করে নিন।
গ্রামার্টিকেল এরর চেক করার নিয়ম
আমরা লেখালেখি করার সময় যদি কোন লেখায় ভুল করে ফেলি।যদি গ্রামাটিকেল বা ব্যাকরণগতভাবে কোন ভুল হয়ে থাকে সেগুলো ঠিক করাকে গ্রামার্টিকেল এরর বলে।গ্রামারটিকেল এরর বাংলা এবং ইংরেজি দুই ধরনের লেখাই চেক করা যায়।গ্রামারটিকেল এরর ইংরেজি শব্দগুলো খুব সহজেই চেক করা যায়।আর্টিকেলের মধ্যে ইংরেজি শব্দ ভুল হলে,সেক্ষেত্রে ভুল শব্দ গুলোর নিচে লাল কালার দিয়ে আন্ডারলাইন মার্ক করা থাকে।
শব্দগুলোর মধ্যে কোন অক্ষরটি ভুল আছে,সেটি আপনি যদি ধারনা করতে না পারেন,তাহলে আন্ডারলাইন মার্ক করা শব্দের উপরে মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে লোডিং ডিকশনারি উঠবে এবং বেশ কয়েকটা সাজেশন দিবে।আপনি সেখান থেকে সঠিকটা চয়েজ করে নিবেন।এভাবে আপনি আপনার ভুল ইংরেজি শব্দগুলো চেক করে নিতে পারবেন।
বাংলা বানান সংশোধন করার নিয়ম
আপনার কম্পিউটারে যদি Avro ইনস্টল করা থাকে।সেক্ষেত্রে Start Menu তে চাপ দিন।সহজে Avro app টি খুঁজে পেতে Avro লিখে Sharch করুন। Avro Spell Checker লেখা অ্যাপটা চলে আসবে।Avro Spell Checker ওপেন করার পর যদি আপনি কোন কিছু লিখেন এবং Spell Check থেকে Spell Check Now তে ক্লিক করেন।তাহলে আপনার ভুল লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে এবং অনেকগুলো সাজেশন দিবে।সেখান থেকে সঠিক টা আপনাকে চয়েস করে নিতে হবে।
Comments
Post a Comment