Skip to main content

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় কিওয়ার্ড কত প্রকার ও কি কি

আপনি কি কিওয়ার্ড রিসার্চ করা নিয়ে চিন্তিত।আপনি কি জানেন না কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি এবং আপনি কি কিওয়ার্ড রিচার্জ করার জন্য ফ্রি ও পেইড টুলস সে সম্পর্কে জানেন না। এতে চিন্তার কোন কারণ নেই। আজকের এই আলোচনায় আপনি জানতে পারবেন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি সে সম্পর্কে।
যদি আপনি ব্লগিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিচার্জ সম্পর্কে জানতে হবে। আজকের এই আর্টিকেলটিতে থাকছে কিওয়ার্ড এর সঠিক ব্যবহার? কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝায়? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি? এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।

পোস্ট সূচিপত্রঃ

.

কিওয়ার্ড কি

কিওয়ার্ড হলো এমন শব্দ যা মানুষ সার্চ ইঞ্জিনে গিয়ে কোন কিছু খোঁজার জন্য সার্চ করে। আমরা জানি মানুষ তার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য বা তারা কোন কনটেন্ট খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে। মানুষ যে বাক্যগুলো লিখে সার্চ করে তাকেই কিওয়ার্ড বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কিওয়ার্ড তাকেই বলা হয়, যে সব ওয়ার্ড লিখে মানুষ সার্চ করে সেই সকল ওয়ার্ডই হলো কিওয়ার্ড। ডিজিটাল কনটেন্ট ক্রিকেটাররা তাদের আর্টিকেল গুলো অনলাইন প্লাটফর্মে র‍্যাঙ্ক করার জন্য একাধিক কিওয়ার্ড টার্গেট করে, সেই ওয়ার্ড গুলোই হলো কিওয়ার্ড।

একটি আর্টিকেল এর মূল বিষয় গুলো তুলে ধরতে বা বর্ণনা করতে কিওয়ার্ডের ব্যবহার হয়। যখন কোন ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করা ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চায়। তখন আপনাকে মানুষের সার্চ করা কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। কারণ এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে আমরা জানতে পারি মানুষ অনলাইনে কি খুঁজছে বা কোন বিষয়ে জানতে চায়। প্রোগ্রামিং এর ভাষায় একই ওয়ার্ডগুলোকে বলা হয় রিজার্ভ ওয়ার্ড।

কিওয়ার্ড রিসার্চ এতো গুরুত্বপূর্ণ কেন

কিওয়ার্ড রিচার্জ করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? এখন আপনি জানতে পারবেন কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ কেন? বিগত ১০ বছর দরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পরিবর্তন কিভাবে হয়ে আসছে তা আমাদের অনেকেরই জানা। আর এই ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিশন এর কথা বলাই বাহুল্য। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর এই সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমেই আপনার ওয়েবসাইটকে গুগলের রেংক করাতে পারবেন।

তাছাড়া google এ নিত্যনতুন আপডেট পরিবর্তন হওয়ায় মানুষ যা লিখে সার্চ করছে সেটার সাথে মিলিয়ে কনটেন্ট লিখলেই কনটেন্ট র‍্যাঙ্ক করানো সম্ভব না। বরং কন্টেন্টে আপনি কিভাবে কিওয়ার্ড রিচার্জ করেছেন এবং কিভাবে কিওয়ার্ড ব্যবহার করেছেন সেদিকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়াও যে কিওয়ার্ড গুলো মানুষ বেশি সার্চ করে। সেই টপিকের উপর কম সার্চ করেছে এমন কিওয়ার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি নির্দিষ্ট টপিকের মধ্যে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কিভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে সেটা জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

কিওয়ার্ড এর সঠিক ব্যবহার সম্পর্কে জেনে নিন

বর্তমান সময়ে গুগলের অ্যালগরিদম এমনভাবে আপডেট হচ্ছে যে, যার মাধ্যমে গুগল বুঝতে পারে আপনি কি জন্য কিওয়ার্ড ব্যবহার করেন এবং কিভাবে কিওয়ার্ড ব্যবহার করেছেন। Google বরাবরই ওয়েবসাইট মালিকদের সুবিধা খুব কমই দেখে। google সবসময় এটাই খুঁজে, যারা কোন কিছু জানার জন্য গুগলে সার্চ করেছে তারা সঠিক তথ্যটি পেয়েছে কি না। গুগলের মূল উদ্দেশ্যই হলো মানুষ কোন কিছু সার্চ করে সঠিক তথ্য পাওয়া।

এই বিষয়গুলোর মাধ্যমে আপনি অবশ্যই জানতে পেরেছেন শুধু কিওয়ার্ড ব্যবহার করলেই হবে না। বরং সেই কিওয়ার্ড সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সে সম্পর্কে জানতে হবে। আর আপনি যদি সঠিক নিয়মে কিওয়ার্ড ব্যবহার না করেন তাহলে তো বুঝতেই পারছেন পোস্ট র‍্যাংকিং এর দেখা কখনোই মিলবে না। আপনি কি ধরনের আর্টিকেল লিখবেন বা আপনার ওয়েবসাইটে কি ধরনের আর্টিকেল ও কি ধরনের টপিকের উপর আর্টিকেল লেখা প্রয়োজন, সে বিষয়ে আপনি একটি চার্ট তৈরি করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই কনটেন্ট লিখতে করতে পারবেন।

কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝায়

কিওয়ার্ড রিসার্চ হল এমন একটি অনুশীলন যার মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মানুষ তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে পায়।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য পরিষেবা বা সাধারণ তথ্য খুঁজে পায়। কিওয়ার্ড রিচার্জ হলো বাক্যাংশ আবিষ্কার করার প্রক্রিয়া। যার মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় তথ্যগুলো গুগলে সার্চ করে খুঁজে পায়। কোন ব্যবসার পণ্য বা পরিষেবার সাথে কোন কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।

সেকিওয়ার্ডগুলো বের করাই হলো কিওয়ার্ড রিসার্চ। যদিও আমরা অনেকেই কিওয়ার্ড রিসার্চকে খুব সহজ মনে করি তবে এটি বেশ ঝামেলার কাজ। সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়াই হলো কিওয়ার্ড রিচার্জ এর মূল চাবিকাঠি। আর এটা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। আসুন জেনে নেই কিওয়ার রিচার্জ ও সিলেক্ট করতে হলে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে।
  • Related keyword (প্রাসঙ্গিক কিওয়ার্ড)
  • Search volume (সার্চ ভলিউম কিওয়ার)
  • Competition (কম্পিটিশন কিওয়ার্ড)
  • এছাড়াও আমাদের ওয়েবসাইটের লক্ষ্য অনুযায়ী কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করা উচিত সে সম্পর্কেও জানতে হবে।

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

কিওয়ার্ড রিচার্জ হলো এমন কিওয়ার্ড, যার মাধ্যমে ট্রাফিকরা তাদের তথ্য অনুসন্ধান করে খুঁজে পায়।কিওয়ার্ড রিচার্জ করার জন্য আপনি নিম্নলিখিত বিষয়গুলো মেনে চললে, খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
  • টপিক বোঝার জন্য মূল্যবান সূত্র গড়ে তুলুন: প্রথমেই আপনাকে লেখার জন্য ওয়েব, ব্লগ বা সামগ্রিক টপিকের উপর ভালোভাবে ধারণা দিতে হবে। আপনি ট্রেনিং টপিক গুলো নিয়ে কাজ করতে পারেন। সেজন্য আপনাকে সেই বিষয়ে বিভিন্ন সূত্র সন্ধান করতে হবে।
  • কিওয়ার্ড জেনারেশন প্লাটফর্ম ব্যবহার করতে পারেন: আপনি কিওয়ার্ড রিসার্চ খুব সহজে করার জন্য অনলাইনে কিছু টুলস ব্যবহার করতে পারেন। যেমন google কিওয়ার্ড প্লানার, বিং কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড ইনসাইট ইত্যাদি। এমন প্রযুক্তিগুলো আপনাকে খুব সহজেই কিওয়ার্ড রিচার্জ করতে সাহায্য করবে।
  • সঠিক ও স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ: কীওয়ার্ড রিসার্চ করার সময় আপনাকে অবশ্যই পাবলিক টার্গেট সম্পর্কে বুঝতে হবে। পাবলিক কিভাবে কোন পণ্য খুঁজে পেতে অনলাইনে অনুসন্ধান করে সেই সম্পর্কে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে।
  • কিওয়ার্ড পরীক্ষা করুন: কিওয়ার্ড যাচাই করার জন্য কিওয়ার্ডটি google এ লিখে সার্চ দিতে হবে। তারপর Tools অপশনে ক্লিক করলে About Results এ দেখতে পাবেন আপনার কিওয়ার্ড সম্পর্কে কয়টি আর্টিকেল আছে।
  • আরো সহজ ভাবে কিওয়ার্ড পরীক্ষা করতে পারবেন। তার জন্য প্রথমেই আপনাকে আপনার কিওয়ার্ড টি google এ লিখে সার্চ দিতে হবে। তারপর কিওয়ার্ডের শুরুতে allintitle:(ছোট হাতের লিখতে হবে। কোন স্পেস দেয়া যাবে না) লিখে সার্চ দিতে হবে।তারপর Tools অপশনে ক্লিক করতে হবে।তাহলেই About Results এ দেখতে পাবেন আপনার কিওয়ার্ড সম্পর্কে কয়টি আর্টিকেল আছে।

কিওয়ার্ড কত প্রকার ও কি কি

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় কিওয়ার্ড কত প্রকার ও কি কি? কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়? আর্টিকেল লেখার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য কিছু কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব-
কিওয়ার্ড মূলত দুই প্রকার।
  1. শর্ট টেইল কিওয়ার্ড (Short tail keyword): শর্ট টেইল কিওয়ার্ড হলো সবচেয়ে ছোট বা সাধারণ কিওয়ার্ড। শর্ট টেইল কিওয়ার্ডসাধারণত ১ থেকে ৩ ওয়ার্ডের মধ্যে হয়। শর্ট টেইল কিওয়ার্ড গুলো র‌্যাঙ্ক করানো খুবই কঠিন।কারণ সরটেল কিওয়ার্ডের প্রতিযোগিতা বেশি। তবে সঠিকভাবে দর্শকদেরকে টার্গেট করতে লং টেইল কিওয়ার্ড এর পাশাপাশি শর্ট টেইল কিওয়ার্ড ব্যবহার করা উচিত।শর্ট টেইল কিওয়ার্ড এর কিছু উদাহরণ- এসইও কি, সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ড কি?
  2. লং টেইল কিওয়ার্ড (Long tail keyword): লং টেইল কিওয়ার্ড হলো এমন একটি বাক্যংশ যা ৩ থেকে ততোধিক শব্দের হয়ে থাকে। লং টেইল কিওয়ার্ডএর মাধ্যমে খুব সহজেই সার্জার দের প্রশ্নের উত্তর খুঁজে পায়।লং টেইল কিওয়ার্ডগুলো থেকে লিড জেনারেট বা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবারলং টেইল কিওয়ার্ড গুলো তুলনামূলক অনেক কম। তাই লং টেইল কিওয়ার্ড ব্যবহার করে খুব সহজেই র‌্যাঙ্ক করানো সম্ভব।যদিও লং টেইল কি ওয়ার্ডের সার্চ ভলিউম কম থাকে। তবুও এটি ব্যবহার করে ট্রাফিকদের টার্গেট প্রদান করা যায়। লং টেইল কিওয়ার্ড এর উদাহরণ- মুক্তা চাষ কিভাবে করবেন, নিজেকে সুস্থ রাখার ১৫টি সহজ উপায় , ত্বক ভালো রাখার ৮টি ঘরোয়া টিপস।
এই দুই প্রকার কি ওয়ার্ডের আবার বিভিন্ন প্রকারের কিওয়ার্ড রয়েছে। যেমন-
  • স্থানীয় কিওয়ার্ড (Local keyword): স্থানীয় কিওয়ার্ড হল একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি গ্রাহকদের লক্ষ্য করানোর জন্য ব্যবহার করা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো সাধারণত শহর, দেশ বা অঞ্চলের নাম ব্যবহার করা থাকে। স্থানীয় কিওয়ার্ডগুলো আপনার সার্ভিসকে লোকাল মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। এই কি ওয়ার্ড গুলো জেনেরিক কিওয়ার্ডের চেয়েও বেশি নির্দিষ্ট। যেমন- ঢাকার দর্শনীয় একটি স্থান, বরিশালের সেরা হোটেল।
  • ব্রান্ড কিওয়ার্ড (Branded keyword): ব্র্যান্ড কিওয়ার্ড হলো ব্র্যান্ডের সাথে সংযুক্ত বাক্যাংশ। যার মাধ্যমে গ্রাহক খুব সহজে আপনার ব্যবসা খুঁজে পায়। এই কিওয়ার্ডগুলো আপনার ব্যবসা নামের মতই সহজ হতে পারে। ,আপনার ওয়েবসাইট পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অন্যান্য পণ্য সামগ্রী প্রচার করার ক্ষেত্রে ব্রান্ড কিওয়ার্ড ব্যবহার করুন।
  • নেতিবাচক কিওয়ার্ড (Negative keyword): নেতিবাচক কিওয়ার্ড হলো এমন শব্দগুচ্ছ যা নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশকে যা সে কি ওয়ার্ড বা শব্দ কিছুর জন্য অনুসন্ধান করছে এমন কাউকে বিজ্ঞাপন দেখানো থেকে বিরত রাখে।
  • রিলেটেড কিওয়ার্ড(Related cured): রিলেটেড কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা বাক্যাংশ, যা আপনার প্রথমিক সাথে সম্পর্কিত। সেটা অর্থ দ্বারা সম্পর্কিত হতে পারে বা সমার্থক শব্দ দ্বারা সম্পর্কিত হতে পারে। উদাহরণস্বরূপ বলতে গেলে আপনি যদি ওজন হেরাস সম্পর্কে একটি কিওয়ার্ড নিয়ে থাকেন এবং সে কিওয়ার্ডগুলোর মধ্যে ওজন হেরাস, আহার বা ব্যায়াম সম্পর্কিত কথাগুলো উল্লেখ থাকবে।

কিওয়ার্ড রিচার্জ করার জন্য ফ্রি ও পেইড টুলস

বাংলা ভাষায় ব্লগিং করার জন্য মূল সমস্যা হলো কিওয়ার্ড রিচার্জ করা।আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সে সম্পর্কে। যদি আপনি ভালো মানের টুলস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সেরা কিওয়ার্ড শনাক্ত করতে পারবেন।
I am going Ahrefs ও SEMrulsকীওয়ার্ড এনালাইসিস এর মত আরো অনেক ভালো মানের পেইড টুলস রয়েছে। যা আপনি একদম ফ্রিতে ব্যবহার করে কিওয়ার শনাক্ত করতে পারবেন। নিচে কিছু ভালো মানের ফ্রী ও পেইড কিওয়ার টুলস দেওয়া হল-

Keyword Surfer

ফ্রি

WhatismySERP

ফ্রি

Google search console

ফ্রি

Google keyword planner

ফ্রি

Ahrefs

পেইড

SEMrush

পেইড

Keyword Everywheare

পেইড

SECockpeit

ফ্রি ও পেইড

KeywordTool

ফ্রি ও পেইড

Ubersuggest

ফ্রি ও পেইড


লেখক এর শেষ কথা

GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি? সে সম্পর্কে? এই আর্টিকেলটির মধ্যে থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, তা হলো- কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি? কিওয়ার্ড রিচার্জ করার জন্য ফ্রি ও পেইড টুলস? আশা করি আজকের এই আর্টিকেলটি পরে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন।

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি? এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? কিওয়ার্ড কত প্রকার ও কি কি? এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে,তবে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবী ও পরিচিতদের মাঝে নিচের 👇 যেকোনো শেয়ার অপশন থেকে শেয়ার করে দিতে পারেন।আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন (ধন্যবাদ)।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন