Skip to main content

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? তা কি আপনি জানেন না? ব্লাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ ও মধু? কিন্তু এই উপাদানটি আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন? তা নিয়ে কি আপনি চিন্তিত? তবে এতে চিন্তার কোনো কারণ নেই। আপনি আজকের এই আর্টিকেলটি থেকে জানতে পারবেন নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়?। এই আর্টিকেলটির লেখা অনুযায়ী কাজ করলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন বলে আমি আশা করি।

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়
আজকের এই আর্টিকেলটি থেকে আপনি জানতে পারবেন নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? ব্লাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ ও মধু? এলোভেরা ব্যবহার করে ব্ল্যাকহেডস দূর করুন? ব্ল্যাকহেডস দূর করুন বেকিং সোডা, লেবুর রস ও কাঁচা দুধ দিয়ে? নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।

পোস্ট সূচিপত্রঃ

.

ভূমিকা

আমাদের মুখের সৌন্দর্য দূর করার একটি মাত্র মূল কারণ হলো ত্বকে ব্ল্যাকহেডস থাকা। ত্বকে ব্ল্যাকের নানা কারণেই দেখা দেয়। ব্ল্যাকহেডস দেখা যাওয়ার একটি কারণ হলো ত্বকের লোমকূপ গুলোতে তেল ও ময়লা জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে। ব্লাকহেডস হলো মৃত্যু কোষের সমষ্টি এবং এতে বাতাসের সংস্পর্শ লাগার কারণে ত্বক কালো হয়ে যায়। আর সাধারণত ছোট ছোট ব্ল্যাকহেডস গুলো দেখা দেয় কপালে, চিবুকে, গালে ও নাকের দুই পাশে।

ব্ল্যাকহেডস দূর করুন বেকিং সোডা, লেবুর রস ও কাঁচা দুধ দিয়ে

আজকের এই আর্টিকেলটি থেকে আমরা জানতে পারবো নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? সে সম্পর্কে। তবে এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে ব্ল্যাকহেড দূর করার নিয়ম সম্পর্কেও। অস্বস্তিকর ব্ল্যাকহেড দূর করার জন্য কোন কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার না করে আপনি ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন ব্লাকহেডস। ব্ল্যাকহেড দূর করার জন্য বেকিং সোডা খুবই কার্যকরী। বেকিং সোডা ব্যবহারে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। লেবুর রসে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কাঁচা দুধে রয়েছে ভিটামিন বি, আলফা হাইড্রোক্সি এসিড, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার ত্বকে ক্লিনজার হিসাবে কাজ করবে।

                👉  আরও পড়ুনঃ ত্বক ভালো রাখার ৮টি ঘরোয়া টিপস

ব্যবহার ও তৈরি করার নিয়মঃ প্রথমে আপনি একটি বাটিতে ২ টেবিল চামচ বেকিং সোডা নিবেন এবং তার সাথে এক টেবিল চামচ লেবুর রস নিবেন ও দুই টেবিল চামচ কাঁচা দুধ নিবেন। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মেশানো উপকরণটি মুখে ভালো করে লাগিয়ে দিন। লাগানো হয়ে গেলে এভাবে ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট রাখার পরে হেসে থাকা উপকরণটি দিয়ে মুখে ভালোভাবে মাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে হলে এই উপকরণটি আপনাকে সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করতে হবে।

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়

যাদের অয়েলি ফেস,তাদের ত্বকে হাজারটা সমস্যা থাকে। আর এই সমস্যাগুলোর মধ্যে একটি বিরক্তিকর সমস্যা হল ফেসে ব্ল্যাকহেডস থাকা। ব্ল্যাকহেড সাধারণত সব ধরনের ত্বকেরই হতে পারে। কিন্তু অয়েলি স্কিনে ব্ল্যাকহেডস বেশি দেখা যায়। এই ব্ল্যাক এর খাওয়ার কারণেই স্ক্রিনে দেখা দিতে পারে ব্রন এবং স্কিন হতে পারে অনেক ক্ষতিগ্রস্ত। স্কিনে ব্রণ উঠলে আমরা অনেকেই আছি নখ দিয়ে গ্রহণ খোঁটাখুটি করি।
নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়
যার ফলে স্কিনের বাজে অবস্থা হয়ে যায়। আর স্কিনের এই খারাপ অবস্থায় জন্য দায়ী আপনি নিজেই। ব্ল্যাকহেডস ওঠার কারণে ত্বকের ক্ষতি হওয়ার ভয় থাকে এবং মুখে দাগ পরে যেতে পারে। তাছাড়াও আরো নানা ধরনের সমস্যা হতে পারে। নিজের ব্ল্যাকের নিজে নখ দিয়ে খোটা একদমই উচিত নয়। ব্ল্যাকহেডসড হওয়ার পরে আপনার উচিত বিশেষজ্ঞের কাছে যাওয়া। আপনি যদি জানতে চান নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে আপনি এ বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন।
  • ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে স্কিনের প্রদাহ বেড়ে যেতে পারে
  • স্কিনে থেকে যেতে পারে বিশ্রী দাগ
  • ব্ল্যাকহেড থাকার কারণে স্কিনে ব্রণ উঠতে পারে
  • রোম ছিদ্রের আকার বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

ব্ল্যাকহেডস দূর করতে এলোভেরা কিভাবে ব্যবহার করবেন

এতক্ষণে আমরা জানতে পেরেছি নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? সে সম্পর্কে।অনেক আগে থেকেই ত্বকের যত্নে এলোভেরা ব্যবহার করা হয়। এলোভেরা আমরা প্রায় অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি হলো ত্বকের ব্লাকহেডস দূর করার জন্য অ্যালোভেরা ব্যবহার করি। এলোভেরা ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য খুবই উপকারী একটি উপকরণ। চলুন জেনে নেয়া যাক ব্ল্যাকহেডস দূর করতে এলোভেরা কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে-

তৈরি করা ও ব্যবহার করার নিয়মঃ প্রথমেই আপনাকে অ্যালোভেরা পাতার ভেতরের শাঁসটুকু বের করতে হবে। এলোভেরা শাস বের করার জন্য আপনি ছোট চামচ ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার শাস বের করার পর তা মুখে লাগিয়ে দিন এবং শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করুন। এলোভেরা শাস শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ভালোভাবে ফেস ধুয়ে নিন। এভাবে যদি আপনি প্রতিদিন অ্যালোভেরা উপকরণটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এলোভেরা ব্যবহার করলে এলার্জির সমস্যা হয়। তারা অবশ্যই এই এলোভেরা উপকরণটি এড়িয়ে চলবেন।

ব্লাকহেডস দূর করতে টমেটো এর ব্যবহার কিভাবে করবেন

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে হতে পারে আপনার স্কিনের বড় ধরনের ক্ষতি। তাই ত্বক ভালো রাখতে টমেটোর ব্যবহার করতে পারেন। ত্বক ভালো রাখার জন্য টমেটো এর অবদান রয়েছে। টমেটোতে রয়েছে এনজাযইম বা এক্সফলিয়েট। যা আমাদের ত্বকের মৃত্যু কোষ এবং ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক ব্লাকহেডস দূর করতে টমেটো এর ব্যবহার কিভাবে করবেন? সে নিয়ম সম্পর্কে-

উপকরণ তৈরি ও ব্যবহারের নিয়মঃ একটি টমেটোর খোসা ছাড়িয়ে নিন এবং টমেটোতে ভালো করে চটকে নিন। এরপর পুরো মুখে মেখে দিন এবং এভাবে এক ঘন্টা রেখে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ব্লাকহেডস দূর করতে গরম পানির ভাব নিন

ত্বকের যত্নে গরম পানির ভাব অনেক আগে থেকেই প্রচলিত। তোকে গরম পানির ভাব দিলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়। একটি গরম পাত্রের পরিষ্কার পানি নিয়ে ত্বকে দুই মিনিট ভাব দিন। তারপর লেবুর রস, মধ ও চিনি দিয়ে একটি প্যাক তৈরি করুন। লেবুর রস, মধু ও চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এই উপকরণটি ভালোভাবে মুখে লাগিয়ে দিন। তারপর ৪-৫ মিনিট ধরে এই উপকরণটি দিয়ে ফেস করুন। মাসাজ করা হয়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নেই। রাতে ঘুমানোর আগে দ্রুত ব্লাকহেডস দূর করতে গরম পানির ভাব নিন।

ব্লাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ ও মধু

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে অনেক ধরনের সমস্যা হয়। তাই ব্ল্যাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন ডিম ও মধু। ডিমের সাদা অংশে থাকে ভিটামিন ও অ্যামিনো এসিড। যা ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। ডিমের সাদা অংশে থাকা অ্যালবুমিন ত্বকের সিদ্ধ বড় হতে দেয় না। ফলে ব্ল্যাকহেডস জন্মাতে পারেনা। ব্ল্যাকহেড দূর করতে ব্যবহার করতে পারেন মধু ও ডিম।

ব্লাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ ও মধু
তৈরি করা ও ব্যবহার করার নিয়মঃ প্রথমেই একটি বাটিতে ডিমটি ফাটিয়ে নিন। তারপর খুব সাবধানতার সাথে কুসুমের অংশ উঠিয়ে ফেলুন। এখন সাদা অংশের সাথে এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মুখে ভালোভাবে লাগান। মুখে লাগানোর পর উপকরণটি শুকানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। শুকানোর পরে হালকা গরম পানি দিয়ে ফেস ধুয়ে ফেলুন। এই উপকরণটি সপ্তাহে দুইবার ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন।

লেখক এর শেষ মন্তব্য

GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? সে সম্পর্কে। এই আর্টিকেলটির মধ্যে থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো- স্কিনের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে স্কিনের প্রদাহ বাড়ে, স্কিনে দাগ হয়ে যায় এবং স্ক্রিনে ব্রণ উঠে। তাই স্কিনে ব্ল্যাকহেডস থাকলে খুটে তোলা যাবে না। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন।

নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের ব্ল্যাকহেডস নিজে খুটে তুললে কি হয়? এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবী ও পরিচিতদের মাঝে নিচের 👇 যেকোনো শেয়ার অপশন থেকে শেয়ার করে দিতে পারেন। আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন (ধন্যবাদ)।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন