আজকাল সব জায়গাতেই ছারপোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। হয়তো আপনার বাসায়ও ছারপোকার দেখা মিলেছে। আপনি কি চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে জানতে চান? হ্যাঁ আপনি এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন ছারপোকা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় সম্পর্কে। তাই আর্টিকেলটির সাথেই থাকুন।
এই আর্টিকেলটি থেকে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন তা হলো- ছারপোকা কোথায় থাকে জেনে নিন আপনিও? ছারপোকা দেখতে কেমন হয় জেনে নিন? ছারপোকা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়? চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই সম্পূর্ণ আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।
পোস্ট সূচিপত্রঃ
.
ভূমিকা
ছোট একটি পোকার নাম ছারপোকা। যদিও দেখতে এরা ছোট কিন্তু এদের অত্যাচার অনেক বেশি। ছারপোকা যে কতটা মারাত্মক সৃষ্টি করতে পারে, তা একমাত্র তারাই বুঝবে যাদের বাসায় ছারপোকার আক্রমণ রয়েছে। এমন ছারপোকার আলোচনা তখনই উঠে, যখন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কথা আসে। এখনকার সময়ে অনেক মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে ছারপোকার আতঙ্কের ভয়।
ছারপোকা দেখতে কেমন হয় জেনে নিন
ছারপোকা দেখতে কেমন হয়? ছারপোকা দেখতে খুবই ছোট একটি পোকা। কিন্তু এদের অত্যাচার খুবই মারাত্মক ধরনের। ছারপোকা লম্বায় সর্বোচ্চ ৫ মিলিমিটার। ছারপোকার কোনো পাখা থাকে না। কিন্তু এর ছয়টি করে পা থাকে। ছারপোকা সাধারণত কালছে লাল এবং হলুদ ও বাদামি রঙের হয়ে থাকে। ছারপোকার আগে দেখা মিলতো উন্নত দেশগুলোতে। কিন্তু এগুলো এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
এশিয়া, আফ্রিকা, ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা আগে এইসব দেশগুলোতে ছারপোকা ছিলো। কিন্তু বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, যুক্তরাজ্য ও ইউরোপ এছাড়াও বিভিন্ন দেশে এই পোকা ছড়িয়ে পড়েছে। বিশ্বে এই ছারপোকার প্রায় ৯০ টিরও বেশি প্রজাতি রয়েছে। তাই সকলেরই চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
ছারপোকা কোথায় থাকে জেনে নিন আপনিও
ছারপোকা কে ইংরেজিতে বলা হয় ‘বেডবাগ’। যদিও এই নামটি শুনলে মনেহয় ছারপোকা শুধু বিছানাতেই থাকে। কিন্তু বিষয়টি এমন না। ছারপোকা কোথায় থাকে জেনে নিন আপনিও। ছারপোকা শুধু বিছানাতেই থাকে না। এরা তোষক ও বিছানা ছাড়াও জামা কাপড়, ফার্নিচার, খাট, দেয়াল, কাগজপত্র, বই খাতা সবখানেই এদের লেখা মিলে। ছারপোকা মূলত তাদের আবাস হিসেবে মানুষ যেখানে ঘুমায় তার আশেপাশেই থাকে। দিনের আলোতে ছারপোকা তোষক, বিছানা, ড্রয়ার, টেবিল, বই, খাতা যেখানেই একটু জায়গা পায় সেখানে লুকিয়ে পড়ে। রাতের বেলা এরা বের হয়। ছারপোকা রাতের বেলাতে ১০০ ফুট পর্যন্ত চলাচল করতে পারে। তবে ছারপোকা মানুষ যেখানে থাকে, তার ৮ ফুটের মধ্যে থাকে।
চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে জেনে নিন
ছারপোকা কামড় দিলে বেশিদিন সেই দাগ দেখা যায় না। নির্দিষ্ট কিছুদিন পরে এমনি এমনিতেই কামড়ের দাগ চলে যায়। তখন চুলকানিও অনুভব হয় না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে, তাদের চুলকানি থেকে যেতে পারে। ছারপোকার কামড়ের জন্য মৌলিক বিষয় মেনে চলতে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা থেকে কিছু পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেয়া যাক ছারপোকা কামড়ালে কি করা উচিত? সে সম্পর্কে-
- ঠান্ডা কিছু ব্যবহার করা। যেমন- কোন একটি ভেজা কাপড় কামড়ের জায়গায় জড়িয়ে রাখা।
- ছারপোকার আক্রমণের জায়গাটি পরিষ্কার রাখা্
- আক্রান্ত জায়গাটি চুলকানো থেকে বিরত থাকা।
- এন্টি সেপটিক ক্রিম বা অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করতে পারেন।
- ছারপোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে ব্যবহার করতে পারেন।
- ছারপোকার আক্রমণ খুবই বিরক্তি কর একটি সমস্যা। তাই এই ছারপোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সকলেরই উচিত চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে অবগত থাকা।
আপনার বাসায় ছারপোকা আছে কিনা কিভাবে বুঝবেন
আপনার বাসায় ছারপোকা আছে কিনা কিভাবে বুঝবেন? ছারপোকা চেনার সবচেয়ে সহজ একটি উপায় হলো, এরা এক জায়গায় জড়ো হয়ে থাকে। মানুষের শরীরে হাঁটলে টের পাওয়া যায় না। ছারপোকা যখন মানুষকে কামড় দেয়, একই জায়গায় একাধিক কামড় দিয়ে থাকে এবং ছারপোকা কামড় দিলে তাও টের পাওয়া যায় না। ছারপোকা যদি ফর্সা ত্বকে কামড় দেয়, তাহলে কামড় দেয়া জায়গাটি কালো হয়ে থাকে।
আর কালো বা বাদামি কে কামড় দিলে বেগুনি রঙিন হয়ে থাকে। অনেকেই ছারপোকার কামড় বুঝতে পারে না। কিছুদিন পরে শরীরের দাগ হয়ে গেলে তখন বুঝতে পারে। ছারপোকা চেনার আরেকটি উপায় হলো বিছানায় কোথাও রক্তের দাগ লেগে থাকা। কারণ কোন ছারপোকার যদি চাপা খেয়ে মারা যায় সেক্ষেত্রে তাদের শরীর থেকে রক্ত বের হয়। এরা বেশির ভাগই অপরিচ্ছন্ন জায়গায় জন্মায়। তাই আপনার বাসা পরিষ্কার রাখার চেষ্টা করুন।
ছারপোকা কামড়ালে কি কি ক্ষতি হয়
আপনার মনেও কি প্রশ্ন জাগে ছারপোকা কামড়ালে কি কি ক্ষতি হয়? আসলে ছারপোকা কামড় দিলে সাধারণত কোন রোগ ছড়ায় না। তবে ছারপোকা খুবই বিরক্তি কর একটি সমস্যা। ছারপোকার কারণে রাতে ঘুমাতে সমস্যা হয়। আর এই ছারপোকা কামড়ালে এক এক মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া তৈরি হয়।কারো কারো ক্ষেত্রে ছারপোকার আক্রমণের জায়গা খুবই চুলকায়। আবার কারো কারো ক্ষেত্রে খুব জ্বালাপোড়া করে,
অনেকে আবার কিছু টেরই পাই না। ছারপোকার কামড় থেকে যেসব মানুষের চুলকানি হয়, এই চুলকানি থেকেই চর্ম রোগের সমস্যা দেখা দিতে পারে। মানুষের জন্য ছারপোকা তেমন হুমকি স্বরূপ নয়। তবে যাদের শরীরে এলার্জির সমস্যা এবং ছারপোকার কামড়ে চুলকানি হলে ডাক্তারের পরামর্শ নিবেন। সবকিছু মিলিয়ে ছারপোকা খুবই একটি বিরক্তিকর সমস্যা। এতক্ষণে আপনি জানতে পারলেন ছারপোকা কামড়ালে কি কি ক্ষতি হয়? সেই সম্পর্কে।
ছারপোকা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়
আপনি কি চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে জানতে ইচ্ছুক? তাহলে এই বিষয়ে এখন আপনি জানতে পারবেন। ছারপোকার দমন করা যদিও একটি কঠিন কাজ। তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে মুক্তি পাবেন ছারপোকার আক্রমণ থেকে। জেনে নেয়া যাক, ছারপোকা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় সম্পর্কে-
- বাসায় যে কাপড়-চোপড় গুলোতে ছারপোকা রয়েছে, বিছানার চাদর, জামাকাপড় গরম পানিতে ভিজিয়ে রাখুন এবং ভালোভাবে ধুয়ে নিন। এই কাপড় - চোপড় গুলো ভালোভাবে শুকাতে হবে এবং ৩০ মিনিট গরম বাতাসে শুকাতে হবে।
- রোদে শুকানো জামা কাপড় গুলো প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। এভাবে ৪ থেকে ৫ দিন রেখে দিতে হবে।
- নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে, ছারপোকার অস্তিত্ব পরিষ্কার জায়গায়ও হয়ে থাকে। তবে নিয়মিত পরিষ্কার করলে ছারপোকার অস্তিত্ব দমন হবে।
- নতুন কিছু ফার্নিচার কেনার ক্ষেত্রে তা বাসায় উঠানোর আগে ভালোভাবে পরিষ্কার করে উঠাতে হবে।
চিরতরে ছারপোকা দূর করার উপায় | এই আর্টিকেলটির শেষ কথা
ছারপোকার আক্রমণ যেন সারা বিশ্বেই এখন ছড়িয়ে পড়েছে। তাই স্বাস্থ্যের সচেতন রাখতে হলে প্রথমেই এই ছারপোকার হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে। আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেলটি থেকে নতুন কিছু জানতে পেরে আপনার ভালো লেগেছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কিত লেখা আর্টিকেলে যদি কোন ভুল থাকে, তাহলে ক্ষমার নজরে দেখবেন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন।
Comments
Post a Comment