মাথা ব্যথা কমানোর ঔষধের নাম সম্পর্কে কি আপনি জানেন না? মাথা ব্যথার ঔষধ কিভাবে খাবেন? তা নিয়ে কি আপনি চিন্তিত? তবে এতে চিন্তার কোনো কারণ নেই। আপনি আজকের এই আর্টিকেলটি থেকে জানতে পারবেন মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম ও মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে। এই আর্টিকেলটির লেখা অনুযায়ী কাজ করলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন বলে আমি আশা করি।
আজকের এই আর্টিকেলটি থেকে আপনি জানতে পারবেন মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম? মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধ খাওয়ার নিয়ম? মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের মূল্য? মাথাব্যথা কমানোর ১৪টি ঔষধের সতর্কতা বা সাবধানতা? মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
পোস্ট সূচিপত্রঃ
.
মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের কার্যকারিতা সম্পর্কে জেনে নিন
- Tufnil (টাফনিল): টাফনিল মাথা ব্যথা ঔষধের নাম। যদি কারো হালকা মাথাব্যথা কিংবা মাইগ্রেনের ব্যথা থাকে। সেক্ষেত্রে ডাক্তার এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তাছাড়াও এই ঔষধ চিকিৎসকরা, আঘাত জনিত ব্যথা, অপারেশনের পরবর্তী ব্যথা ও কাটাছেঁড়া ব্যথার জন্য এই ঔষধ দিয়ে থাকে। টাফনিল ট্যাবলেট আপনি যে কোনো মাথা ব্যথার জন্য খেতে পারবেন না। এটি শুধু মাইগ্রেনজনিত ব্যথায় সবচেয়ে ভালো কাজ করে। Tufnil (টাফনিল) ট্যাবলেট খাওয়ার পরে যদি রোগীর কোন সমস্যা হয়। যেমন- এলার্জির সমস্যা হওয়া, বমি বমি ভাব হওয়া, পেটে ব্যথা করা, ক্লান্তি লাগা, ডায়রিয়া ও শরীরে পানি আসা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিলে এই ঔষধ খাওয়া থেকে বিরত থাকবেন। বাচ্চাদের জন্য টাফনিল ট্যাবলেট উপযুক্ত নয়। এটা শুধু প্রাপ্তবয়স্করা খেতে পারবে। গর্ভাবস্থায় বা শিশুর দুগ্ধপানের সময় এই ঔষধ খাওয়া থেকে বিরত থাকবেন।
👉 আরও পড়ুনঃ মাইগ্রেন সমস্যায় কোন খাবার গুলো এড়িয়ে চলতে হবে
- Napa extra (নাপা এক্সট্রা): ডাক্তাররা মূলত মাথাব্যথা এবং মাইগ্রেন এর সমস্যা জনিত ব্যথার জন্য এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যদি জ্বর জনিত মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে Napa extra (নাপা এক্সট্রা) খুবই কার্যকরী একটি ঔষধ। কিন্তু Napa extra (নাপা এক্সট্রা) খেলে ঘুম হয় না। কারণ Napa extra (নাপা এক্সট্রা) রয়েছে ক্যাফেইন নামক এক ধরনের উপাদান। তবে এটি মাথাব্যথা দূর করতে অনেক কার্যকরী একটি ঔষধ। অনেক চিকিৎসকরাই এই ঔষধ এড়িয়ে যায়। কারণ মাথাব্যথার ক্ষেত্রে ঘুম অনেক গুরুত্বপূর্ণ। আপনি মাথা ব্যথার জন্য নাপা এক্সট্রা না খেয়ে শুধুমাত্র নাপা বা এইচ ট্যাবলেট খেতে পারেন। এতেও মাথাব্যথা কমে। আর যদি আপনার মাথা ব্যথা দুশ্চিন্তা কিংবা মাইগ্রেনের ব্যথা হয়, তাহলে আপনি নাপা এক্সট্রা খেতে পারবেন। ১২ বছরের কম বয়সী শিশুরা এই ট্যাবলেট খেতে পারবে না।
- Ibuprofen (আইবুপ্রোফেন): চিকিৎসকরা Ibuprofen (আইবুপ্রোফেন) ঔষধ জ্বর, মাথা ব্যাথা, কোমর ব্যাথার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যে শিশুদের ৫ কেজির চেয়ে কম ওজন, তারা এই ঔষধটি খেতে পারবে না। আইবুপ্রোফেন ঔষধ খাওয়ার পরে যদি আপনার বুকে জ্বালা হয় এবং বমি বমি ভাব হয়, তাহলে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন।
- Tolfem (টলফেম): চিকিৎসকরা যে কোন ধরনের মাথাব্যথার জন্য টলফেম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। মাইগ্রেনের ব্যথার জন্য এটি ভালো কাজ করে। যদি মাথা ব্যথা হঠাৎ করে তীব্র হয়ে যায়, তবে একটি গ্যাস্ট্রিকের ঔষধের সাথে একটি টলফেম ঔষধ খেয়ে নিন। তাহলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা কমে যাবে। Tolfem (টলফেম) ট্যাবলেটের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের অনুমতি নিতে হবে।
👉 আরও পড়ুনঃ মাথার তালুতে ব্যথা হলে করণীয় কি
- Namitol (নেমিটল): মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম এর মধ্যে অন্যতম একটি ঔষধ হলো Namitol (নেমিটল) ট্যাবলেট। Namitol (নেমিটল) ট্যাবলেট দ্রুত মাথাব্যথা কমানোর জন্য খুবই পরিচিত একটি ঔষধ। চিকিৎসকরা এই ঔষধটি মাইগ্রেনজনিত ব্যথা, জ্বরের জন্য মাথাব্যথা ও হালকা মাঝারি মাথাব্যথার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যাদের মাথা ব্যথা প্রচণ্ড এবং কিছুতেই কমছে না, যাদের দুশ্চিন্তার জন্য মাথাব্যথা হয়, অপারেশনের পর মাথা ব্যথা হয় এবং অতিরিক্ত জ্বরের কারণে যাদের মাথা ব্যথা হয় তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন।
- Anilic (এনিলিক): দ্রুত মাথাব্যথা কমানোর জন্য এনিলিক ঔষধ খেতে পারেন। চিকিৎসকরা মাইগ্রেনজনিত ব্যথার জন্য, জ্বরে মাথাব্যথার জন্য এবং হালকা থেকে মাঝারি ব্যথার জন্য এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যদি আপনার হালকা থেকে মাঝারি মাথাব্যথা হয়, তাহলে দৈনিক ৩ বার এই ঔষধ খেতে পারবে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ খাবেন। যাদের উচ্চ রক্তচাপ, এজমা, পাকস্থলীতে আলসার, যকৃত সংক্রমণ সমস্যা এবং বয়স্ক রোগীরা এই ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
- Paracetamo (প্যারাসিটামল): জ্বর হলে কিংবা শরীরে ব্যথা থাকলে সেক্ষেত্রে চিকিৎসকরা প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। জ্বর হওয়ার কারণে মাথাব্যথায় প্যারাসিটামল ভালো কাজ করে। যে কোনো ব্যথার ক্ষেত্রেই আপনি প্যারাসিটামল খেতে পারবেন। যেমন মাথাব্যথা, শরীরের ব্যথা, দাঁতের ব্যথা এবং কানে ব্যথা ইত্যাদি। তবে যাদের কিডনিতে সমস্যা আছে, তারা প্যারাসিটামল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। যদি কেউ ১০ গ্রামের বেশি প্যারাসিটামল খায়, তাহলে তাদের যকৃত সমস্যা হতে পারে। তাই চিকিৎসকরা বলে থাকেন দুইটি প্যারাসিটামল এর চেয়ে একটি টাফনিল ট্যাবলেট অনেক কার্যকরী।
- Migratol (মাইগ্রেটল): ডাক্তারের সাধারণত Migratol (মাইগ্রেটল) ঔষধটি মাথাব্যথা রোগীদের জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এই ঔষধ যেকোনো ধরনের মাথা ব্যথার জন্য খেতে পারবেন।
- Pizo-a 1.5 (পিজো – এ): Pizo-a 1.5 (পিজো – এ) ট্যাবলেট মাইগ্রেন রোগী বা তীব্র মাথাব্যথা জড়িত রোগীদের জন্য ভালো কাজ করে। যাদের অস্থিরতা লাগে তারাও এই ট্যাবলেটটি খেতে পারবেন। তবে এই ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
- Arain (এ্যারেেইন): হালকা থেকে মাজারী ধরনের মাথাব্যথা রোগীদের জন্য ডাক্তার এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যদি কোন রোগির জ্বর হয়ে থাকে। তবে এই ঔষধের সাথে জ্বরের জন্য নাপা এক্সট্রা খেতে পারবেন। কিছু কিছু রোগের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন- ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, এজমা এবং যকৃত সংক্রমণ ইত্যাদি।
মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম
অনেকেই আছে অফিসে বসে কাজ করলে হঠাৎ করে মাথা ব্যাথা হয়। তখন এমন অবস্থা হয় যে কিছুতেই ল্যাপটপের দিকে তাকানো যায় না এবং কোন কাজও করা যায় না। আমাদের মধ্যে অনেকেই আছি দুপুরের দিকে খাবার খেয়ে একটু বই পড়তে বসে। কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা বইয়ের পাতার দিকে চোখ রাখলেই মাথার এক পাশ থেকে টনটন করে ব্যথা উঠে। আর এমন মাথা যন্ত্রণায় অনেকেই ভোগে। অনেকে আছে মাথা ব্যথার ঔষধ খেয়ে এই ব্যাথা বারবারই কমিয়ে ফেলে। চলুন জেনে নেয়া যাক মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম -
- Tufnil (টাফনিল)
- Napa extra (নাপা এক্সট্রা)
- Ibuprofen (আইবুপ্রোফেন)
- Namitol (নেমিটল)
- Paracetamol (প্যারাসিটামল)
- Pizo-a 1.5 (পিজো – এ)
- Anilic (এনিলিক)
- Migratol (মাইগ্রেটল)
- Arain (এ্যারেেইন)
- Tolfem (টলফেম)
- Minopa (মিনোপা)
- Lograin (লজরিন)
- Tolmic (টলমিক)
- Migrex (মিগরেক্স)
মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের মূল্য
মাথাব্যথা কমানোর ১৪টি ঔষধের সতর্কতা বা সাবধানতা সম্পর্কে জেনে নিন
মাথা ব্যথা কমানোর ঔষধের নাম গুলো জেনে রাখা ভালো। তবে ভুলেও নিজে নিজে এই ঔষধ খাবেন না। খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পৃথিবীতে মানুষের প্রায় ২০০ ধরনের মাথাব্যথা রয়েছে। এক ধরনের মাথাব্যথা একেক রকমের ট্যাবলেট খেতে হয়। আর আপনার কি ধরনের মাথাব্যথা তা আপনি ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারবেন এবং সেই অনুযায়ী ডাক্তার আপনাকে ঔষুধ দিবে। অতএব, আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গুলো খেতে পারবেন না। যদি নিজের ইচ্ছায় একা একা খান, তাহলে আপনার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এমনকি আপনার কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে। এর জন্য আমরা দায়ী না।
মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন
- Tufnil (টাফনিল): টাফনিল ট্যাবলেট ভরা পেটে খেতে হয়।
- Napa extra (নাপা এক্সট্রা): এই ওষুধটি প্রয়োজন অনুযায়ী খেতে হবে এবং আপনার প্রয়োজনে ৪ থেকে ৬ ঘন্টা পর পর একটি করে এই ট্যাবলেট খেতে পারবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট খেতে পারবেন। এর বেশি খেতে পারবেন না।
- Ibuprofen (আইবুপ্রোফেন): একজন প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে এই ঔষধ দৈনিক ৩ বার খেতে পারবেন। তবে ৪০০ মিলিগ্রাম করে খেতে পারবেন।
- Tolfem (টলফেম): এই ট্যাবলেট দিনে ২-৩ বার খেতে পারবেন।
- Namitol (নেমিটল): হালকা থেকে মাঝারি মাথাব্যথার জন্য Namitol (নেমিটল) ট্যাবলেট দৈনিক ৩ বার খেতে পারবেন।
- Anilic (এনিলিক): দিনে ৩ বার খেতে পারবেন
- Paracetamo (lপ্যারাসিটামল): ১০ গ্রামের বেশি খাওয়া যাবে না
- Migratol (মাইগ্রেটল): হালকা থেকে মাঝারি জনিত মাথাব্যথার জন্য এই ওষুধটি দৈনিক ৩ বার খেতে পারবেন।
- Pizo-a 1.5 (পিজো – এ): প্রতিদিন রাতে খাবার খাওয়ার পরে ১ টি করে Pizo-a 1.5 (পিজো – এ) ট্যাবলেট খেতে পারবেন
- Arain (এ্যারেেইন): Arain (এ্যারেেইন) ট্যাবলেট খাবার পরে খেতে হয়। মাঝারি মাথা ব্যথার ক্ষেত্রে দৈনিক ৩ বার খেতে পারবেন। আর মাইগ্রেন জনিত মাথাব্যথা রোগীদের জন্য ২ ঘণ্টা পর আরেকটি ট্যাবলেট খেতে পারবে। এই ওষুধটি ভরা পেটে খেতে হবে। খালি পেটে খাওয়া যাবেনা। গর্ভাবস্থায় এই ঔষধটি থেকে দূরে থাকতে হবে। তবে যদি ডাক্তার অনুমতি দেয় তাহলে খেতে পারবেন।
লেখক এর শেষ মন্তব্য
GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম? সম্পর্কে। আর্টিকেলটির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো- বয়স্কদের যদি মাথাব্যথা হয়, আর সেই মাথাব্যথা যে ধরনেরই হোক না কেনো খুব দ্রুত রোগীকে সিটি স্ক্যান করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আর্টিকেলের দেয়া ঔষধ খাওয়াতে হবে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন।
মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম? সম্পর্কে বিস্তারিত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ? মাথা ব্যথা কমানোর ১৪টি ঔষধের নাম এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবী ও পরিচিতদের মাঝে নিচের 👇 যেকোনো শেয়ার অপশন থেকে শেয়ার করে দিতে পারেন। আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন (ধন্যবাদ)।
Comments
Post a Comment