Skip to main content

লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম - How to user lift

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে লিফট ব্যবহার করা হয়। তাই লিফটে ওঠানামা করার সময় কিছু সাধারণ আদব মেনে চলুন। এছাড়াও আমরা অনেকেই আছি যারা কিনা লিফট এর ব্যবহার সম্পর্কে জানি না। কিন্তু এগুলো জানার ইচ্ছে অনেকেরই আছে। এই আর্টিকেলটিতে আপনি লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম How to use - lift সম্পর্কে জানতে পারবেন। তাই আর্টিকেলটির সাথেই থাকুন।

লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম
আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন, লিফটে ওঠানামা করার সময় কিছু সাধারণ আদব মেনে চলুন লিফট আবিষ্কার করেন কে এবং কখন আবিষ্কার হয়েছিল? লিফট কত প্রকার? লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।

পোস্ট সূচিপত্রঃ

.

লিফট এর কাজ কি

লিফট এর কাজ কি? সে সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। লিফটের অপর নাম এলিভেটর। লিফট এলিভেটর নামে অনেকের কাছেই পরিচিত। লিফট এমন একটি যন্ত্র, যা ব্যবহারের মাধ্যমে মানুষের বা পণ্য উঠা নামার কাজে ব্যবহার করা হয়। লিফট হলো বৈদ্যুতিক মোটর চালিত একটি যন্ত্র। সাধারণত বহুতল ভবনে কোন ভারী মালামাল বা মানুষ উঠা নামার কাজে এটি ব্যবহার করা হয়।

লিফট কত প্রকার জেনে নিন

সাংহাই টাওয়ার কিংবা কোন সুউচ্চ ভবনে উঠার জন্য আজকের এই পৃথিবীতে লিফট ছাড়া ভাবাই যায় না। লিফটে উঠানামা করতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম সম্পর্কে। উঁচু ভবনে উঠা তো পরের কথা, আমরা প্রতিদিনই লিফট ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে, আবাসিক ভবন থেকে শুরু করে অন্যান্য ভবনের ক্ষেত্রেও আমরা প্রতিমুহূর্তে লিফট ব্যবহার করি। বিভিন্ন উদ্দেশ্যের ক্ষেত্রে বিভিন্ন লিফটের ব্যবহার করা হয়। চলুন জেনে নেই লিফট কত প্রকার সে সম্পর্কে -

  • যাত্রী লিফট
  • পণ্য উঠানোর লিফট
  • হোম লিফট
  • প্যানোরামিক লিফট
  • ভিলা লিফট
  • বিছানা লিফট
  • সামুদ্রিক লিফট
  • অন্যরা লিফট

লিফট আবিষ্কার করেন কে এবং কখন আবিষ্কার হয়েছিল

আধুনিককালের এই লিভটি আবিষ্কার করেছিলে “এলিশা গ্রাভস ওটিস” যেটি প্রথম ব্যবহার হয়েছিল বাণিজ্যিক উদ্দেশ্যের ক্ষেত্রে। কারণ লিফট সুরক্ষিত ছিল। যার ফলে কোন মালামাল পড়ে যাওয়ার ভয় থাকে না। প্রথম লিফট আবিষ্কার করেছিলেন ১৮৫২ খ্রিস্টাব্দে এবং আমেরিকাতে আবিষ্কার করেছিলেন। তবে সেই থেকে লিফটের অনেক পরিবর্তন দেখা গিয়েছে। বর্তমান সময়ে লিফট বৈদ্যুতিক নিয়মে ব্যবহার করা হয়।

লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম-How to use lift

প্রথমে লিফটের সামনে গেলে আপনি দেখতে পারবেন দুইটি অ্যারো চিহ্ন বা Up and Down বাটন রয়েছে। আপনি যেই ফ্লোরেই থাকেন না কেন, আপনি যদি নিচে যেতে চান তাহলে আপনাকে Down বাটনে চাপ দিতে হবে। আর উপরে যেতে চাইলে Up বাটনের চাপ দিতে হবে। জেনে নেয়া যাক লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম সম্পর্কে সম্পর্কে -

লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম-How to use lift
নিচ থেকে উপরে যাওয়ার নিয়ম: একদম নিচ তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে একটি মাত্র বাটন থাকে। উপরে যেতে ওই বাটনটায় ক্লিক করতে হবে। আর আপনি যদি এক তলা বা দুই তলা থেকে উপরের দিকে যেতে চান, সেক্ষেত্রে আপনি লিফটের সামনে দুইটি অ্যারো আইকোন বাটন বা Up and Down বাটন পেয়ে যাবেন। তখন আপনাকে ওই দুই টির মধ্যে থেকে Up বাটনে ক্লিক করতে হবে। লিফটের দরজা অটোমেটিকলি খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। লিফটে মূলত গ্রাউন্ড ফ্লোর বলতে নিচের ফ্লোর এবং ফাস্ট ফ্লোর বলতে 2 তলাকে বুঝানো হয়। তাই দুই তলায় যেতে চাইলে লিফটের মধ্যে ঢুকে 1 নাম্বার বাটনে চাপ দিতে হবে। লিফটের ভিতরে আপনি স্ক্রিনে দেখতে পারবেন লিফটেরর কত নম্বর ফ্লোরে আছেন।

উপর থেকে নিচে নামার নিয়ম: ঠিক একই রকমের। আপনি যেই তলায় থাকবেন সেখান থেকে নিচে নামতে লিফটের সামনেই Up and Down বাটন পেয়ে যাবেন। আগের নিয়মের মতো নিচে নামার জন্য Down বাটনে চাপ দিতে হবে। মনে করেন, আপনি 9 তলা থেকে 2 তলায় নামবেন। মানে 10 নম্বর ফ্লোর থেকে 3 নম্বর ফ্লোরে। একদম নীচ তলাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর, দোতালাকে বলা হয় ফ্লোর নাম্বার 1, এভাবেই সবগুলোকে বলা হয়। Down বাটনে ক্লিক করার পর আপনি লিফটের ডিসপ্লেতে দেখতে পাবেন, লিফট উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। যেদিকেই যাকনা কেন, নিচে যাওয়ার জন্য Down বাটনে একবারই চাপ দিবেন এবং যখন নিচের দিকে যাবে, আপনি যেখানে আছেন সেখানে এসে লিফটের দরজা খোলার পরে আপনি উঠবেন।

কিছু গুরুত্বপূর্ণ কথাঃ লিফটের Up and Down বাটনে বারবার ক্লিক করবেন না। যদি কখনো লিফট আটকে যায় তাহলে লিফটের মধ্যে আপনি টেলিফোন বাটন এবং অ্যালার্ম বাটন পেয়ে যাবেন। ওখানে চাপ দিলে আপনাকে লিফট অপারেটররা সাহায্য করতে পারবে। আপনার যদি জরুরী আসা বা যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি Open <।> এবং Clos বাটনে >।< ক্লিক করতে পারবেন। নিচ তলায় যেতে G বাটনে প্রেস করতে হবে।

দরজা খুলে যাওয়ার পরে আপনি যদি কিছু সময় পরে লিফটে ঢুকতে চান, মানে বিষয়টি এমন যে, আপনার কোন পরিচিতজন আসবে এবং আপনি তার সাথে লিস্টে উঠবেন। তাহলে নিচের দিকে যেতে চাইলে Down বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। আর উপরে যেতে চাইলে Up বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। তাছাড়া আপনি লিফটের ভিতরে ডিসপ্লেতে দেখতে পাবেন লিফট কত কেজি ওজন বহন করতে পারে। এতক্ষণে আমরা জেনে জানতে পেরেছি লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম সম্পর্কে।

লিফট ব্যবহারের সময় কোন নিয়মগুলো মানতে হবে

বহু তলার ভবনে উঠার জন্য ব্যবহার করা হয় লিফট। আর এই লিফটে তোর জন্য প্রয়োজন কিছু আদব কায়দার। চলুন জেনে নেয়া যাক লিফট ব্যবহারের সময় কোন নিয়মগুলো মানতে হবে সে সম্পর্কে-

  • লিফকে দাঁড়ানোর সময় সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। যাতে সবাই লিফট থেকে বের হওয়ার সময় পাশে পর্যাপ্ত জায়গা থাকে এবং সুন্দরভাবে বের হতে পারে। জরুরী কাজের পরিস্থিতিতে তাদেরকে আগে যেতে দিন এবং রোগীদের ক্ষেত্রেও এমনটা করুন।
  • লিফট ওঠার পরে কাঙ্খিত তলার বাটনে চাপ দেওয়ার পরে লিফটের দরজায় গিরে দাঁড়াবেন না।
  • লিফটে ওঠার পরে ভিতর দিকে চলে যান এবং দরজার কাছে থাকা ব্যক্তিকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি চাপ দিতে অনুরোধ করুন।
  • লিফট থেকে আগে বের হওয়ার জন্য অনেকে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। এই কাজটি কখনোই করবেন না।
  • লিস্টের ধরন ক্ষমতার চেয়ে বেশি মানুষ উঠে গেলে, পরে আবার উঠা ব্যক্তিদেরকেই নামতে হবে। অযথা অনেক লোক উঠে মানুষদেরকে সামনে - পিছনে অথবা ডানে - বামে চেপে দাঁড়াতে বলবেন না।
  • লিফট থেকে নামার সময় একাধিক ব্যক্তির ক্ষেত্রে অনেকের নামতে হতে পারে। এতে কখনো বিরক্তি প্রকাশ করবেন না। লিফটের ভিতর আপনি একটু চেপে দাঁড়ালেই যে তারা নামতে পারবে, আসলে বিষয়টি এমন নয়। প্রয়োজনে আপনি লিফট থেকে নেমে দাঁড়ান, এটিই হবে পরিচিতভাবে সৌজন্যবোধ। লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম গুলো জানার পাশাপাশি আপনাকে লিফট ব্যবহারের সময় এই নিয়ম গুলোও মেনে চলা উচিত।

লিফটে ওঠানামা করার সময় কিছু সাধারণ আদব মেনে চলুন

বর্তমান সময়ের সৌজন্যবোধের অভাব অনেক বেশি। অনেক মানুষেরই মনোভাব একটু ভিন্ন রকম। সারিবদ্ধ হয়ে উঠা একটি ভদ্রতার কাজ। তবে অনেকেই আছে এই ভদ্রতার ধার ধারে না। আসুন জেনে নেই লিফটে ওঠানামা করার সময় কিছু সাধারণ আদব মেনে চলার নিয়ম সম্পর্কে -

লিফটে ওঠানামা করার সময় কিছু সাধারণ আদব মেনে চলুন
  • লিফটে ওঠার আগে জুতার ময়লা থাকলে তা অবশ্যই পাপোশে মুছে নিবেন।
  • লিফটে উঠে কোন ধরনের ময়লা ফেলবেন না।
  • লিফটে উঠে কোন ধরনের খাওয়া-দাওয়া করা উচিত নয়। এমনকি কোন প্রাণীও বোতল খোলা উচিত নয়।
  • কোন পরিচিত জন আসবে বলে লিফটের জায়গা দখল করে রাখবেন না। প্রয়োজন হলে আপনি তার সঙ্গে পরে আসবেন।
  • লিফটে উচ্চস্বরে কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়াও লিফটে উঠে কোন অডিও চালাবেন না। এতে অন্যজন বিরক্তবোধ হতে পারে।
  • লিফট থেমে যাওয়ার পরে ভিতরের মানুষদেরকে আগে নামতে দিন। পরে আপনি লিফটে উঠুন।
  • লিফটের মধ্যে কোন পরিচিতদের সঙ্গে দেখা হলে হইচই করে জড়িয়ে ধরবেন না।
  • লিফটে উপরে ওঠার সময় উপরের বোতামে চাপ দিতে হবে এবং নিচে নামতে নিচের বোতামে চাপ দিতে হবে।
  • ভুল করে যদি লিফটে নিচের তলায় নেমে যান, তাহলে অন্যদেরকে জানিয়ে দিন আপনি লিভ থেকে নামছেন না। তাহলে আপনি নামবেন কিনা এ নিয়ে তারা অপেক্ষা করবে না।
  • লিফটের ধরন ক্ষমতা অনুযায়ী যদি মনে করেন আরেকজন মানুষ উঠতে পারবে, কিন্তু আরেকজন ব্যক্তি উঠলে লিখতে থাকা কোন নারীদের সাথে ভদ্রতার সূচক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। তাহলে সেই শিফটে না উঠাই ভালো হবে।
  • দুই একতলা ভবনে উঠানামা করতে কেন লিফটে উঠবেন? এরকম বিতর্ক থেকে বিরত থাকুন। হতেও তো পারে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে ওঠার জন্য শারীরিকভাবে সক্ষম না।

লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম | আর্টিকেলটির শেষ কথা

আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে লিফট ব্যবহার করা লাগতে পারে। তাই অবশ্যই আর্টিকেলটিতে লেখা নিয়ম গুলো মেনে চলবেন। আর আজকের এই আর্টিকেলটি থেকে আপনি জানতে পেরেছেন লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেলটি থেকে নতুন কিছু জানতে পেরে আপনার ভালো লেগেছে।

এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। এ আর্টিকেলটিতে যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমার নজরে দেখবেন। লিফট অথবা ইলিভেটর ব্যবহার করার নিয়ম? এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন