Skip to main content

অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায়

পোস্ট সূচিপত্রঃ
অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে কি আপনি জানেন না? আপনি কি আপনার ফেসবুকের ফলোয়ার অর্গানিকভাবে বাড়াতে চাচ্ছেন। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। যার একটি ফেসবুক পেজ রয়েছে, তারই ইচ্ছা রয়েছে ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো নিয়ে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার অজানা প্রশ্নের উত্তর গুলো জেনে নিন।
অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপা
আপনি যদি এই সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন? তাহলে আপনি ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়? অডিয়েন্স তৈরি করার জন্য ফেসবুকে যা বলা হয়েছে? পেজের রিচ ধরে রাখার জন্য কি করতে হবে? ফেসবুক পেজের লিংক তৈরি করার জন্য কি কি বিষয়ে ধারণা থাকা দরকার? সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

ভূমিকা

অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় গুলো সম্পর্কে সবারই ধারণা থাকা দরকার। আপনি হয়তো জানেন না ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর সেজন্য আপনাকে জানতে হবে ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়? সে সম্পর্কে। অনলাইন জগতে যার যত ফলোয়ার বেশি, তাকেই তত জনপ্রিয় মনে হয়। এজন্য সবার ক্ষেত্রেই ফলোয়ার বাড়ানোটা যেন প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। আর কিছু পদ্ধতির ফলো করার মাধ্যমে আপনিও পারবেন আপনার ফেসবুকের ফলোয়ার বাড়িয়ে নিতে। সাধারণত অনেক মানুষই অর্গানিকভাবে ফেসবুকের ফলোয়ার বাড়িয়ে নেয়। আবার কেউ কেউ বুস্ট করার মাধ্যমেও ফলোয়ার বাড়িয়ে নেয়।

অডিয়েন্স তৈরি করার জন্য ফেসবুকে যা বলা হয়েছে

অডিয়েন্স তৈরি করার জন্য ফেসবুকে যা বলা হয়েছে তা হলো পণ্য ও সেবা কারীদের উচিত সরাসরি ফেসবুকের মাধ্যমে ব্র্যান্ড প্রতিষ্ঠা করার আগে নিজের ব্র্যান্ডের প্রচার প্রচারণা করা। আর ফেসবুক কর্তৃপক্ষ এটাই বলে। তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন - দৃষ্টিকারা লোগো তৈরি করতে হবে, পেজের ছোট একটি নাম দিতে হবে, সঙ্গে মনে রাখার মতো কিছু কথা লিখে দিতে হবে, এছাড়াও আপনার ব্রান্ডে কি কি সেবা পাওয়া যাবে সে সম্পর্কে একটি ছোট তালিকা তৈরি করতে হবে।
এতে করে মানুষেরা খুব দ্রুতই আপনার পেজটি সার্চ করবে এবং আপনার সেবাগুলো পেয়ে যাবে। এগুলো শুধু প্রতিষ্ঠানের জন্য এবং প্রচার-প্রচারণার জন্য মেনে চলতে হবে। তবে যারা কোন প্রতিষ্ঠান নয়, যোগাযোগ মাধ্যমে শুধু নিজের প্রচারণার জন্য পেজ তৈরি করেন, তাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে না। তবে অবশ্যই ভিজিটরদের নজর কাড়ার মত লোগো তৈরি করতে হবে, নাম, এবাউট এবং লেখার বিবরণ গুলো পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর পাশাপাশি পোস্টি কোন ক্যাটাগরিতে পড়ে, সে অনুযায়ী পেজে সঠিক নিয়মে লেআউট করুন। তবে অনেকেই আছে পেজ বন্ধুদের মাঝে শেয়ার করে এবং বন্ধুদেরকে লাইক শেয়ার করতে বলে। কিন্তু এটা তেমন ফলপ্রসূ হয় না। ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য শুরুতেই আপনাকে পেজের রিচ বাড়াতে হবে। ফেসবুকের সবচেয়ে রিচ ভালো আসে স্টোরিতে। তাই পেজের বিষয়বস্তু এবং লিংক এমন ভাবে তৈরি করে স্টোরি দিন, যাতে মানুষের চোখ আটকে যায় এবং আকর্ষণীয় হয়।

পেজের রিচ ধরে রাখার জন্য কি করতে হবে

অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় জানা থাকলে পেজের রিচ বা ফলোয়ার বাড়ানো যায়। অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেক বেশি পরিমাণে লাইক আসার পরেও আবার ফেসবুক পেজের রিচ কমে যেতে শুরু করে। আর এর মূল কারণ হিসেবে facebook কর্তৃপক্ষ এবং সোশ্যাল মিডিয়ায় ফেসবুক মার্কেটাররা বলেছেন, মানহীন পোস্ট এবং নিয়মানুবর্তিতা মেনে না চলায় এরকম রিস্ক কমে যায়।

তাই ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য প্রতিদিন অন্তত দুইটি করে কন্টেন্ট বা পোস্ট আপলোড দিতে হবে। তাছাড়াও আপনি চাইলে প্রতিদিন চার-পাঁচটা পোস্ট করতে পারবেন। তবে বেশি পরিমাণে পোস্ট করলে ফেসবুক এলগরিদম পোস্টগুলোকে স্প্যাম হিসেবে ধরতে পারে। আর তখন আপনার ফেসবুক পেজে রিচ বাড়ানোর চেয়ে উল্টো আরো কমে যেতে পারে। কোন বিষয়ের পোস্ট লিখার চেয়ে আকর্ষণীয় ছবি তৈরি করা এবং
রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক পেজে রিচ বাড়ানো যায়। তবে এমন ভাবে পোস্ট করতে হবে, যাতে অডিয়েন্সদের মনে জায়গা করা যায়। আপনার পেজে আপনি বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় পোস্ট করতে পারবেন। কিন্তু সেটি হতে হবে সামঞ্জস্যপূর্ণ। মিশ্রিত বাসা ব্যবহার করা একেবারেই ঠিক নয়। পেজে অর্গানিকভাবে রিস বাড়ানোর জন্য আপনি বিশেষ করে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।

পোষ্টের মধ্যে বিষয়বস্তুর সঙ্গে কিছু হ্যাস ট্যাগ ব্যবহার করার পাশাপাশি আপনি কিছু নিজস্ব হ্যাশট্যাগ তৈরি করতে পারেন। এতে পরবর্তীতে আপনি আপনার পোস্টগুলো খুব সহজেই খুঁজে পাবেন। তেমনিভাবে অডিয়েন্সরাও এই হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনার পুরনো পোস্টগুলো খুজে পাবেন। আপনি সারাদিন শুধু ঠিকঠাক মতো পোস্ট এবং কনটেন্ট তৈরি করলেই হবে না। পোস্ট এবং কনটেন্ট আপলোড দেয়ার জন্য নির্দিষ্ট সময়ের একটি তালিকা বা রুটিন তৈরি করে নিন।
তাই পেজের ইনসার্ট থেকে দেখে নিন অডিয়েন্সের বয়স কেমন, অডিয়েন্সরা কোন সময় অনলাইনে থাকে এবং অডিয়েন্সরা কোন সময় বেশি লাইক কমেন্ট করে। সেগুলো খেয়াল রেখে সেই নিয়মে একটি রুটিন তৈরি করে নিয়ে কনটেন্ট বা পোস্ট পাবলিশ করুন। যেমন উদাহরণস্বরূপ- আপনি যদি রেস্টুরেন্ট বিষয়ে পোস্ট করেন, তাহলে দুপুরের দিকে এই পোস্টের রিচ এবং লাইক কমেন্ট বেশি পাওয়া যাবে।

আপনি যদি জীবন ধর্মীয় বিষয়ের পোস্ট করেন, তাহলে সকালের দিকে এই পোস্টে বেশি রিচ পাবেন। আর আপনি নিজের পার্সোনালভাবে ব্লগ বা নিজেকে পরিচিত করানোর জন্য যদি কোনো ভিডিও আপলোড দিয়ে থাকেন, তবে সেগুলো মানুষের অফিস ছুটির পরে বা মানুষের অবসর টাইমগুলোতে ছাড়লে বেশি রিচ পাবেন। পেজের রিচ ধরে রাখার জন্য এই বিষয়গুলো মেনে চললে আপনি অবশ্যই পেজ এর রিচ ধরে রাখতে পারবেন।

ফেসবুক পোস্ট বুস্ট করার আগে যে বিষয়গুলো জানতে হবে

ফেসবুক পোস্ট বুস্ট করার আগে যে বিষয়গুলো জানতে হবে, সে সম্পর্কে আপনি এখন জানতে পারবেন। অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে জানলে বুস্ট করার প্রয়োজন হয় না। কিন্তু মাঝেমধ্যে ফেসবুক রিচ এর আশায় অর্গানিকভাবে ফ্রিতে ফলোয়ার বাড়ার আশা করে ব্যবসা চালানো সম্ভব হয় না। তাই প্রয়োজন হয় ফেসবুক পেজের পোস্ট বুস্ট করার। তবে বুস্ট করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কিসের জন্য আপনি বুস্ট করবেন। যদি আপনার পেজটিতে লাইক কমেন্ট বাড়ানোর জন্য বুস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার পেজের জন্য বুস্ট করা কার্যকর হবে।
এই নিয়মে আপনার বিজনেস সম্পর্কিত পোস্টের বুস্ট করে আরো বেশি অডিয়েন্স পাওয়া যেতে পারে। বুস্ট করার মাধ্যমে অনেক ফ্যান পাওয়া যায়। পোস্ট বুস্ট করার জন্য অবশ্যই দরকার হবে নির্ভরযোগ্য এজেন্সির। তা না হলে আপনার পেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার উচিত অর্গানিকভাবে পেজের ফলোয়ার বাড়ানো। যদি অর্গানিকভাবে পেজের ফলোয়ার বাড়ানো না হয়, তখন বুস্টিংয়ে যাওয়া উচিত। যদি আপনার পেজটিতে অল্প কিছু ফলোয়ার থাকে এবং সেক্ষেত্রে যদি আপনি বুস্ট করেন, তাহলে অডিয়েন্সরা আপনার থেকে আশা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক লিংক তৈরি করতে হবে কিভাবে

অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক লিংক তৈরি করতে হয়। ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক লিংক তৈরি করতে হবে কিভাবে? তা জানার জন্য আর্টিকেলের সাথেই থাকুন। ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে অবশ্যই আপনার একটি ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ থাকতে হবে। আপনার যদি Desktop থাকে কিংবা computer থাকে, তাহলে facebook অ্যাপ এ চলে যান। নয়তো Chrome browser - এ গিয়ে ফেসবুকটি লগইন করুন।
আর আপনার যদি মোবাইল ফোন থাকে তাহলে থ্রি লাইন থেকে desktop mode অন করে নিন এবং Google Chrome থেকে Facebook যান। তারপর আপনার ফেসবুক বা ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এখন সেটিং এ চলে যান এবং settings থেকে Username লেখাতে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার মনের মতো একটি নামের লিঙ্ক তৈরি করুন। তবে এই লিংক তৈরি করার আগে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে।

ফেসবুক পেজের লিংক তৈরি করার জন্য কি কি বিষয়ে ধারণা থাকা দরকার

ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়? তা যদি আপনি জানেন, তাহলে আপনিও ফেসবুক পেজের রিচ বাড়িয়ে নিতে পারবেন। প্রতিদিনই ফেসবুক তাদের অ্যালগরিদমে ডাটাসেট পরিবর্তন করে কিভাবে ফলোয়ার এবং লাইক ও কমেন্ট বাড়ানো যায়, তার কোন উপায় কারোরই জানা নেই। তবে আপনি যদি কিছু নিয়ম বা পরামর্শ অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার ফেসবুকের রিচ এবং ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক ফেসবুক পেজের লিংক তৈরি করার জন্য কি কি বিষয়ে ধারণা থাকা দরকার -
  • যে নামে আপনার ফেসবুক পেজটি তৈরি করা হয়েছে, সেই নামেই ফেসবুক পেজের লিংক তৈরি করবেন। এছাড়া অন্য কোন নাম সেখানে ব্যবহার করা যাবে না।
  • ফেসবুক পেজের লিংক তৈরি করার জন্য নিজের নামে লিংক তৈরি করলে অনেক বেশি পরিমাণে গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো থেকেও ট্রাফিক পাবেন।
  • যদি আপনার ফেসবুক পেজটি কোম্পানির নামে দিয়ে থাকেন, তাহলে আপনার নামে লিংক তৈরি করবেন না। ওই কোম্পানির নামেই লিংকটি তৈরি করে নেবেন।
  • ফেসবুক পেজের লিংক তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের নাম কিংবা আপনার নিজের কোম্পানির নামে লিংকটি তৈরি করতে হবে।
  • যখন লিংক তৈরি করবেন, তখন অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, লিংকের মধ্যে কোন প্রকার নাম্বার বা সংখ্যা ব্যবহার করা যাবে না।

অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায়

পৃথিবীতে মেটার পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর ও জনপ্রিয়তা বেড়েছে। বাংলাদেশে দেখা গেছে ফেসবুক আর ইনস্টাগ্রাম এর জনপ্রিয়তা অনেক বেশি। তবে সবচেয়ে tiktok এর জনপ্রিয়তা বা ফলোয়ার অনেক বেশি থাকে। ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই ফেসবুক মার্কেটিং করে তাদের ব্যবসাকে সফলতার মুখ দেখিয়েছে। ছোট ছোট ব্যবসা গুলোকে facebook পেজ থেকে ব্রান্ড সৃষ্টি করতে পেরেছেন অনেক উদ্যোক্তারা। জেনে নেয়া যাক অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে -
অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপা
  • ফেসবুকে Everyone অপশন অন করা: ফেসবুকে Everyone অপশন অন করতে প্রথমে আপনাকে Setting অপশনে যেতে হবে। তারপর How people find and contact with you অপশনে গিয়ে Follow you লেখা অপশনটি দেখতে পাবেন। follow you অপশনটিতে ক্লিক করে Everyone লেখাটি সিলেক্ট করে দিতে হবে। এতে যে কেউ আপনার আইডিটি ফলো করতে পারবে।
  • ভালো মানের কনটেন্ট: Facebook page বা ফেসবুক একাউন্টে ফলোয়ার বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে ভালো মানের ভিডিও আপলোড দিতে হবে। শুধু ভালো মানের ভিডিওই নয়, আপনি চাইলে ভালো মানের ছবি, ভিডিও এবং ভালো মানের কনটেন্ট আপলোড দিতে পারবেন। এজন্য কনটেন্ট গুলো ইউনিক হতে হবে।

আরও পড়ুনঃ ঘরে বসে আর্নিং করার সেরা ১৫টি উপায়
আরও পড়ুনঃ মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন

  • পেজ সেটাআপ মার্জিত রাখুন: আপনার আইডির সেটাপ অবশ্যই মার্জিত হতে হবে। এলোমেলো ভাবে পোস্ট পাবলিশ না করে ইউনিক কন্টেন্ট, ছবি, ভিডিও পোস্ট করলে ব্যবহারকারীরা আপনার ফেসবুক পেজটি ফলো করতে শুরু করবে।
  • আকর্ষণীয় পোস্ট: আকর্ষণীয় ভিডিও কিংবা ছবি তৈরি করতে শিখুন এবং খুব দক্ষ হন। এতটাই দক্ষ হবেন যে, ব্যবহারকারীরা আপনার পোস্ট দেখলেই যেন শেয়ার করে এবং তাদের টাইমলাইনে রেখে দেয়। এতে আপনার পেজের জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে।
  • বিভিন্ন গ্রুপে যোগ করুন: বিভিন্ন ধরনের গ্রুপে আপনার পেজটি জয়েন করে সেখানে কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন। গ্রুপে শেয়ার কৃত পোস্টটি দেখে যদি মেম্বারদের ভালো লাগে বা পছন্দ করে, তাহলে আপনার পেজটিকে তারা ফলো করতে শুরু করে দিবে।
  • আরো কিছু বিষয়: আপনি যদি অর্গানিকভাবে ফলোয়ার বৃদ্ধি করতে চান, তাহলে মানসম্পন্ন, গুরুত্বপূর্ণ, জনস্বার্থ বিষয় এবং অন্যদের ভালো লাগে এমন কিছু লেখা বা ছবি পোস্ট করতে হবে। এই নিয়ম গুলো আপনি মেনে চললে অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো সম্ভব।

ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয় জেনে নিন

ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়? সে সম্পর্কে এখন আপনি জানতে পারবেন। আপনার ফেসবুক পেজের ফলোয়ার এবং কন্টেন্ট গুলোর ভিউ বাড়ানোর জন্য আরও অনেক বিষয় জানা উচিত। আর এজন্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে। কেউ আর রিচার্জ করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট গুলো থেকে আপনি কিওয়ার্ড রিচার্জ করা শিখতে পারবেন। বর্তমান সময়ে অনলাইনে মানুষ কোন কোন বিষয়ে সার্চ করে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন।

আরও পড়ুনঃ আর্টিকেলের সৌন্দর্য বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক

তাহলে মানুষ যখন সার্চ দিবে, তখন আপনার ফেসবুক পেজের বিষয়গুলো মানুষের সামনে যাবে। ফেসবুক পেজের চ্যাটিংগুলো প্রফেশনাল করে নিতে হবে। সে ক্ষেত্রে হতে পারে আপনার ফেসবুক নাম, পেজের সম্বন্ধে অল্প কিছু বর্ণনা, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম, ইমেইল করার মাধ্যম এবং আপনার সঠিক অ্যাড্রেস পেজে যোগ করার মাধ্যমে আপনার পেজটি প্রফেশনাল করে নিন। এছাড়াও আপনার যদি নিজের কোন ওয়েবসাইট থেকে থাকে, তাহলে ফেসবুক পেজে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন।

লেখকের শেষ কথা | অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায়

GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন অর্গানিকভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় ও ফেসবুক পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়? সে সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন।

এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। এরকম নিত্য নতুন ফেসবুক বিষয় সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এরকম আর্টিকেল নিয়মিত পেয়ে যাবেন। এ আর্টিকেলটিতে যদি কোনো ভুল থাকে, তাহলে ক্ষমার নজরে দেখবেন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করে আর্টিকেলটি আজকের মত এখানেই শেষ করছি।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন