Skip to main content

ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়

পোস্ট সূচিপত্রঃ
ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায় এই প্রশ্নটি সবার মনেই জাগে। ঘরে বসে ইনকাম করতে সবাই চায়। তবে ইনকাম করার বা youtube এ শর্ট ভিডিও থেকে ইনকাম করার সঠিক রুলস সম্পর্কে জানে না। তবে এতে চিন্তার কোন কারণ নেই। ইউটিউব শট ভিডিও থেকে ইনকাম করার জন্যই আজকে আমি এই আর্টিকেলটিতে আলোচনা করবো। তাই আর্টিকেলটির সাথেই থাকুন।
ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
আপনি যদি এই সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? Youtube সট ভিডিওর নিয়ম এবং বৈশিষ্ট্য? ইউটিউব শর্ট ভিডিও থেকে মাসে কত টাকা আয় করা যায়? ইউটিউব শর্ট ভিডিওতে কত ভিউতে কত টাকা পাওয়া যায়? সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

ভূমিকা

ইউটিউবিং করার ইচ্ছা প্রায় প্রতিটি মানুষেরই রয়েছে। তাছাড়াও ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়? তার উপায় অনেক রয়েছে। তবে অনেকেই রয়েছে, তারা প্রশ্ন করে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? আর হ্যাঁ তাদের জন্যই এই আর্টিকেলটি। ইউটিউব খোলার নিয়ম সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ে কেউ কেউ তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট এবং প্রতিষ্ঠানের প্রচারের কাজেও ব্যবহার করছে। আবার অনেকেই রয়েছে ইউটিউব ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করছে। তাই আপনিও চাইলে youtube শর্ট ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

youtube short মানে কি

Youtube সট ভিডিও তৈরি করার আগে youtube short মানে কি? এ সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ইউটিউবের অন্যান্য সেবা গুলোর পাশাপাশি নতুন একটি সেবা সংযোগ হলো ইউটিউব সার্চ ভিডিও। ইউটিউব সার্চ ভিডিওর বৈশিষ্ট্য গুলো হলো কিছুটা tiktok এর মতই। ইউটিউব শর্ট ভিডিও হলো ইউটিউবের এমন একটি মাধ্যম। যেখান থেকে আপনি ছোট ছোট ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আমরা সকলেই জানি tiktok এর জনপ্রিয়তা অনেক এবং tiktok এর জনপ্রিয়তার পরেই tiktok এর মত অনেক অ্যাপস এর লঞ্চ হয়েছে।
তাই ব্যবহারকারীদের জনপ্রিয়তার কথা ভেবে ইউটিউব শর্ট নামের এই সেবাটি চালু করা হয়েছে। তাই কোন ব্যক্তি যদি ইউটিউব থেকে শর্ট ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি শুরু করতে পারবেন এবং সেগুলো ইউটিউবে পাবলিস্ট করতে পারবেন। ইউটিউব শর্ট ভিডিও থেকে ইনকাম করার জন্য ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়? তা মনোযোগ সহকারে পড়ুন।

Youtube সট ভিডিওর নিয়ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন

  • Youtube এ শর্ট ভিডিও আপলোড করার জন্য এক মিনিটের ছোট ভিডিও তৈরি করতে হবে।
  • শর্ট ভিডিওর আকর্ষণ বাড়ানোর জন্য আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে শর্ট ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলবেন।
  • আপনি চাইলেই ভিডিওতে স্লো মোশন ইফেক্টও ব্যবহার করতে পারবেন।
  • ইউটিউবের শর্ট ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে টাইমার এবং স্কাউন্ট ডাউন ফিচার ব্যবহার করা যাবে।
  • ইউটিউব সট ভিডিওর মধ্যে রয়েছে একটি দুর্দান্ত মাল্টি সেগমেন্ট ক্যামেরা ফিচার। যা দ্বারা আপনি চাইলে খুব সহজেই অনেকগুলো ভিডিও একসাথে যুক্ত করতে পারবেন।
  • শর্ট ভিডিওর গতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • রেকর্ড করা শর্ট ভিডিওটির সাথে মিউজিক যুক্ত করতে পারবেন।

ইউটিউব শর্টস ভিডিও বানাবো কিভাবে

অনেকের মনে একটি প্রশ্ন জাগে ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়? ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? আপনি যদি আপনার youtube চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটি youtube চ্যানেল খুলতে হবে। তারপর youtube অ্যাপটি ওপেন করতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার youtube অ্যাপটি আপডেটের অবস্থায় থাকে। চলুন জেনে নেয়া যাক ইউটিউব শর্টস ভিডিও বানাবো কিভাবে? সে সম্পর্কে -
  • ইউটিউব অ্যাপে ঢোকার পরে আপনি নিচের দিকে একদম মাঝখানে একটি প্লাস আইকন পেয়ে যাবেন। সেই আইকনটিতে ক্লিক করুন।
  • তারপর আপনি দেখতে পাবেন Create a short option. এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এবার আপনি দেখতে পাবেন ভিডিও করার জন্য আপনার ক্যামেরার ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। এখানে আপনি আপনার মত করে একটি ভিডিও তৈরি করুন।
  • ভিডিওটি তৈরি করা হয়ে গেলে আপনি এর সাথে গান অথবা মিউজিক যোগ করতে পারবেন।
  • শর্ট ভিডিওর সাথে বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করা যাবে।
 

  • সঠিকভাবে ইডেট মডিফাই করা হয়ে গেলে, তারপর আপনি টাইটেল অপশনে ভিডিওর সাথে মিল রেখে সুন্দর করে একটি টাইটেল এবং বর্ণনা দিয়ে দিবেন।
  • সবকিছু কমপ্লিট হওয়ার পরে ভিডিওটি আপলোড করে দিবেন।
তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে। ভিডিও আপলোড দেয়ার জন্য আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। কারণ যখন আপনি ভিডিও বানাবেন এবং আপলোড করবেন তার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে।

ইউটিউব শর্ট ভিডিওতে কত ভিউতে কত টাকা পাওয়া যায়

ইউটিউব শর্ট ভিডিওতে কত ভিউতে কত টাকা পাওয়া যায়? সে বিষয়ে এখন জানতে পারবেন। শুধু youtube শর্ট ভিডিও চালু করলেই ইনকাম করা সম্ভব নয়। তবে আপনার ইনকাম নির্ভর করবে ইউটিউবের শর্ট ভিডিওর ভিউস এর উপর। ইউটিউব কোম্পানিও ডলারের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকে। সে অনুযায়ী ইউটিউব এর শর্ট ভিডিওতে ১০০০ ভিউয়ের জন্য ৩ ডলার দেয়া হয়। যা বাংলা টাকা কনভার্ট করলে ৩৫০ টাকা হয়। তাই আপনি চাইলেই তিন হাজার ভিউ দিয়ে ৩৫০ টাকা ইনকাম করে নিতে পারবেন। ১০০০ ভিউতে যদি ৩ ডলার হয়। তাহলে একটি ভিউয়ে হবে $০.০০৩.

ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়

ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে? সে সম্পর্কে জানার ইচ্ছে সকলেরই। YouTube short video থেকে যারা ভালো মানের ভিউ পায়, তারা প্রতি মাসে ১০০ ডলার থেকে ১০০০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারে। কিন্তু এই শর্ট ভিডিও থেকে বোনাস ইনকাম ২০২৩ সালে বন্ধ করে দিয়েছে এবং বিজ্ঞাপন ভিডিও ইনকাম ব্যাবস্থা চালু করেছে। অর্থাৎ আপনি চাইলে ইউটিউব সর্ট ভিডিওর পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন। Youtube শর্ট ভিডিও আপনার চ্যানেলটির গ্রন্থ বৃদ্ধি করার জন্য সাহায্য করবে।
এরফলে আপনার youtube চ্যানেলটি অনেক প্রচার হবে এবং সাবস্ক্রাইব বেড়ে যাবে। ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যায়। আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণার জন্য আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তাছাড়াও যদি আপনার ইউটিউবে পারফরম্যান্স ভালো থাকে, তাহলে অনেক ব্র্যান্ড কিংবা কোম্পানি থেকেই আপনাকে স্পন্স করবে। তখন আপনি তাদের সেবা সমূহকে আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারবেন এবং এভাবে ইনকাম করতে পারবেন।
প্রোডাক্ট সেল এবং ডিল করার জন্য আপনার youtube এ যে লক্ষ লক্ষ ভিউ থাকতে হবে, আসলে ব্যাপারটা এরকম নয়। এর জন্য আপনার একটি টার্গেটেড এবং ভালো একটি ইউটিউব প্রোফাইল থাকা জরুরি। অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর চেয়ে youtube চ্যানেলের দর্শক তুলনামূলক অনেক বেশি। তাই আপনার প্রচার অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। বর্তমান সময়ে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করতে শর্ট ভিডিও যুক্ত করা হয়। ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে লম্বা লম্বা ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে।

আরও পড়ুনঃ মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে মুক্তি পাওয়ার উপায়

তারপর মনিটাইজেশন এপ্লাই করতে হবে। তবে বর্তমান সময়ে ২০২৩ সাল থেকে নিয়ম করা হয়েছে, ৯০ দিনের মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন শট ভিউ যাদের হয়ে গেছে, তারা youtube পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। যারফলে ইউটিউব থেকে অন্যান্য মনিটাইজেশন টুলস গুলোও পাওয়া সম্ভব। এড রেভিনিউ, চ্যানেল মেম্বারশিপ, super thanks, সুপার চ্যাট এই সকল সুবিধাগুলো পাওয়া যায়।

ইউটিউব শর্ট ভিডিও থেকে মাসে কত টাকা আয় করা যায়

আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা যে কোন কাজেই আপনি নিয়োজিত থাকেন না কেন, সেই কাজটিকে একটি চাকরি স্বরূপ মেনে চলতে হবে। তার জন্য আপনাকে নিয়মিত youtube এ ভিডিও পোস্ট করতে হবে। আর ইউটিউব শর্ট ভিডিও থেকে প্রতিনিয়ত কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই সুবিধাটি আপনাকে ইউটিউব কোম্পানিই দিবে। আপনি যদি প্রফেশনালি ভাবে ইউটিউব এ প্রতিনিয়ত কাজ করেন, তাহলে আপনি এক লক্ষের উপরে টাকা ইনকাম করতে পারবেন।
আর এটি কোন বুয়া কথা নয়, একদমই নিশ্চিত ভাবে ইনকাম করতে পারবেন। আর এই ইনকামটা শুধু আপনি ইউটিউব থেকেই করতে পারবেন। এডসেন্স ইনকাম ছাড়া ও ইউটিউবের বিভিন্ন রকমের ইনকাম করা যায়। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন, যখন ইউটিউব এর কাজে লেগে থাকবেন। তাই নিয়মিত ভিডিও তৈরি করুন এবং ভিডিও আপলোড দিন। প্রচুর পরিমাণে ইনকাম করুন। ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়? এতক্ষণ সে সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন।

ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো

ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? এই প্রশ্নটা শুধু নতুনদের জানারই আগ্রহ জাগে। আসলে youtube চ্যানেল খোলার জন্য কোন ধরনের টাকা লাগেনা। আর কেনই বা টাকা লাগবে? আপনি যে জিমেইলটি ব্যবহার করেন সেই জিমেইল দিয়ে শুধু youtube অ্যাকাউন্টটি সাইন ইন করতে হবে। তাহলেই আপনার একটি ইউটিউব চ্যানেল হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম: এখন আমরা জানবো youtube চ্যানেল খুলতে হয় কিভাবে? সে সম্পর্কে। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনাকে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার জিমেইল দিয়ে ইউটিউব সাইন ইন করলেই আপনার ইউটিউব চ্যানেলটি খুলে যাবে। আর এই প্রোফাইলটি হলো একটি ইউটিউব চ্যানেল। যে প্রোফাইলটি আপনি দেখতে পাবেন, চাইলেই আপনি এটি ইডেট মডিফাই করার মাধ্যমে সুন্দর করে তুলতে পারেন এবং এই চ্যানেলে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

লেখকের শেষ কথা | ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায়

GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় পাঠকবৃন্দ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আয় করা যায় ও ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? সে সম্পর্কে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন।

এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। এ আর্টিকেলটিতে যদি কোনো ভুল থাকে, তাহলে ক্ষমার নজরে দেখবেন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন