পোস্ট সূচিপত্রঃ
হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায় এই প্রশ্নটি সবার মনে তখনই জাগে এবং এই বিষয়ে মানুষ তখনই জানতে চায় যখন তার ফোন বা তার ফ্যামিলির কারো ফোন হারিয়ে যায়। আর হ্যাঁ হারানো ফোন খুঁজে পাওয়ার জন্য সঠিক রুলস সম্পর্কে আপনি জানতে পারবেন। হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার জন্যই আজকে আমি এই আর্টিকেলটিতে আলোচনা করবো। তাই আর্টিকেলটির সাথেই থাকুন।
আপনি যদি এই সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন? গুগল ফাইন্ড মাই ডিভাইস এর সুবিধা গুলো কি কি? হারিয়ে যাওয়া iphone লক করতে হবে কিভাবে? হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ফোন লক করবেন কিভাবে? সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।
ভূমিকা
আপনার ফোন হারিয়ে গেলে কখনো আশা হারিয়ে ফেলবেন না। আপনার ফোনটি হারিয়ে গেলে এবং ফোনটি যদি বন্ধ না থাকে, তাহলে ফোনটি খুজে পাওয়ার বেশ কিছু উপায় রয়েছে। তাই হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায়? ও Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন? তা জেনে নেয়া আপনার খুবই জরুরী? ফোন হারিয়ে গেলে প্রথমেই আপনাকে আতঙ্কিত হওয়া যাবে না। কারণ আপনার ফোন খুঁজে পাওয়ার বা শনাক্ত করার উপায় এন্ড্রয়েড ফোনে এবং আইফোনে রয়েছে।
গুগল ফাইন্ড মাই ডিভাইস এর সুবিধা গুলো কি কি
- Google ফাইন্ড মাই বিজনেস দ্বারা স্মার্টফোন কোথায় রয়েছে তা ট্রাক করা যায়।
- আপনি চাইলে এলার্ম সিস্টেম চালু রাখতে পারবেন।
- অ্যালার্ম সিস্টেম চালু রাখলে আপনার হারিয়ে যাওয়া ফোনটি যখন কেউ অন করবে তাহলে আপনার ফোনে রিংটোন বা এলার্ম বাজবে। আর এই এলার্ম এর মাধ্যমে আপনার ফোনটি খুঁজে পেতে পারেন।
- আপনার হারানো ফোনটির স্কিনের উপরেই আপনি মেসেজ ও ফোন নাম্বার পাঠাতে পারবেন। আপনার হারানো ফোনটি যে পাবে, এই মেসেজ বা ফোনের মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
- আপনার বাসায় অন্যান্য সদস্যদের ফোনেও এই অ্যাপটি চালু করে রাখুন। তাদের ফোনে এই অ্যাপটি চালু করে রাখার জন্য অ্যাপটিতে জিমেইল একাউন্ট এড করতে হবে।
হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায়? সম্পর্কে যদি আপনি সঠিকভাবে ধারণা পেয়ে যান, তাহলে আপনার হারিয়ে যাওয়া ফোনটি নিশ্চিত খুঁজে পাবেন। গুগল ফাইন্ড মাই ডিভাইস চাইলে সমস্ত ডাটা ডিলিট করে দিতে পারবে। তবে এক্ষেত্রে উপরিউক্ত আলোচনার কথাগুলোর সাথে এবং সুবিধার সাথে মিলবে না। তাই আপনার পরিবারের সবার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে রাখুন। যাতে ফোনের লোকেশন ট্র্যাক করা যায়।
এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। Google ফাইন্ড মাই ডিভাইস একাউন্টে সাইন ইন করার জন্য অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা দরকার। কারণ এই অ্যাপটি আপনার জিমেইল একাউন্টের সাথে লিঙ্কড থাকবে। তাই আপনি যদি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন। গুগল মাই ডিভাইসের নিজেদের ওয়েবসাইট রয়েছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন।
হারিয়ে যাওয়া iphone লক করতে হবে কিভাবে
প্রযুক্তির নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট সিকিউরিটি টেকক এর সাইবার সিকিউরিটি বিশ্লেষক এরিক ফ্লোরেন্স বিশেষ পরামর্শ দিয়ে বলেছেন, সকলের ফোনের সুরক্ষিত রাখতে একটি স্ক্রিন লক করা খুবই জরুরী। তবে নিরাপত্তা রাখার জন্য আইফোনে “লস্ট মোড” এবং এন্ড্রয়েড ফোনে ডিভাইস ম্যানেজারের “লক মাই ফোন” আপনার ফোন লক করতে পারে। এই লকটি করলে ফোন চোরেরা বা যে আপনার ফোনটি নিয়ে গেছে সে আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংকের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ করতে পারবে না।
আর আপনার iphone যদি হারিয়ে যায়, তাহলে আপনি দূরে বসেই আপনার ফোনটির স্কিন লক করে দিতে পারবেন। এছাড়াও আপনার ফোনে যদি আগে থেকে কোন লক করা না থাকে, তাহলে আপনি দূরে বসেও কোনটি লক করতে পারবেন। তার জন্য আপনাকে হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায়? এগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। চলুন জেনে নেয়া যাক হারিয়ে যাওয়া iphone লক করতে হবে কিভাবে? সে সম্পর্কে-
ফাইন্ড মাই আইফোন সেটআপ বা প্রবেশ করার নিয়ম
- প্রথমেই এই অ্যাপটি লগইন করে নিন
- এরপর আপনি স্কিনের একেবারে উপরের দিকে ডিভাইস মেনুতে ক্লিক করে দিন
- তারপর আপনার হারিয়ে যাওয়া আইফোনটি সিলেক্ট করে দিন
- “লস্ট মোড” দেখতে পাবেন এখানে ক্লিক করুন
- আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিয়ে দিন
- তারপর “নেক্সট অপশনে ক্লিক করে দিন”
- আপনার হারিয়ে যাওয়া ফোনটি যদি কেউ অন করে এবং আপনি যদি অন করার সাথে সাথে আপনার হাতে থাকা ফোনটিতে মেসেজ পেতে চান, তাহলে একটি মেসেজ টাইপ করুন
- তারপর “ডান” - এ ক্লিক করুন
হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ফোন লক করবেন কিভাবে
এন্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার জন্য জানতে হবে Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন? সে সম্পর্কে। এখন আমরা জানবো হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ফোন লক করবেন কিভাবে? তা এখন আপনি জানতে পারবেন। সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত কিছু তথ্য। তাই আপনার ফোনটি যদি লক করা না থাকে, তাহলে ফোনটি হারিয়ে যাওয়ার পরে সুরক্ষিত রাখার জন্য একটি বিশেষ উপায়ে আপনার হারিয়ে যাওয়া ফোন লক করা সম্ভব। এর জন্য আপনাকে ফাইন্ড মাই ডিভাইস থেকে ফোন লক করার অপশনে দিতে হবে। যা আপনার ব্যাংকিং এবং সোশ্যাল অ্যাপকে সুরক্ষিত রাখতে অনেক সাহায্য করবে।
হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায়? এবং Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন? সে সম্পর্কে এখন আপনি জানতে পারবেন। আইফোন খুঁজে বের করার জন্য সবচেয়ে সেরা এবং সহজ একটি টুলস হল “মাইন্ড মাই iphone” যদি আপনি এই টুলসটি ব্যবহার করতে চান, তাহলে প্রথমে আপনাকে আইক্লাউড এর ওয়েবসাইটে যেতে হবে।
তারপর সেখানে ফাউন্ড মাই আইফোন অপশনটিতে যেতে হবে। আই ক্লাউড সাইন ইন করুন এবং অল ডিভাইসের উপর ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন ধরনের ফোনের তালিকা দেখতে পাবেন, আপনার হারিয়ে যাওয়া ফোনটি সিলেক্ট করে নিন। তারপর আপনি একটি মানচিত্র দেখতে পাবেন এবং সেখানে আপনার ফোন কোন জায়গাযয় রয়েছে তা দেখতে পাবেন।
আরও পড়ুনঃ বাংলায় লেখালেখি করে আয় করার উপায়
আরও পড়ুনঃ গেম খেলে টাকা ইনকাম করার উপায়
আরও পড়ুনঃ ঘরে বসে আর্নিং করার সেরা ১৫টি উপায়
অন্য একটি পরিষেবা হলো অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। এই পরিষেবার মাধ্যমেও আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি খুঁজে পাবেন। android ফোন খুঁজে পাওয়ার জন্য প্রথমেই আপনাকে ফাইন্ড মাই ডিভাইসতে যেতে হবে। তারপর সেখানে ফোনের সঙ্গে যে গুগল একাউন্টটি সংযুক্ত আছে সেটি লগইন করতে হবে। মানে আপনার জিমেইল একাউন্টটি। আপনি যদি একাধিক ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ফোনের স্ক্রিনে যেয়ে হারিয়ে যাওয়া ফোনটি বাছাই করে নিন। যদি মানচিত্রে দেখতে পান আপনার ফোনটি কাছাকাছি রয়েছে, তাহলে সাউন্ড এ ক্লিক করে দিন। ডিভাইসটি পরবর্তী পাঁচ মিনিটের জন্য বাজতে থাকবে। যদি আপনার ফোনটি সাইলেন্ট করা থাকে তাহলেও সহজে ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে। আশা করি এতক্ষণে আপনি হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায়? সম্পর্কে জেনে উপকৃত হয়েছেন।
Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন
প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে Find My Device লিখে
তারপর Find My Device অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
এখন অ্যাপটি আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন।
এই অ্যাপ ব্যবহার করতে ফোনের লোকেশন সব সময় অন রাখতে হয়।
লেখকের শেষ কথা | হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় পাঠকবৃন্দ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন হারিয়ে যাওয়া ফোন দ্রুত খুঁজে পাওয়ার উপায় ও Android ফোনে কিভাবে Google find my device সেটআপ করবেন? সে সম্পর্কে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন।
এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। এ আর্টিকেলটিতে যদি কোনো ভুল থাকে, তাহলে ক্ষমার নজরে দেখবেন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন।
Comments
Post a Comment