Skip to main content

ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম - ২০২৪

পোস্ট সূচিপত্রঃ
ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম সম্পর্কে আপনার যদি কোন ধারণা না থাকে, তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন। বান্দরবান ভ্রমণে যাওয়ার জন্য একদম সম্পূর্ণ বিষয়েই এখানে খুব ভালোভাবে ধারণা দেওয়া আছে। তাই আপনি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। তাহলে আপনার সকল অজানা তথ্যগুলো জানতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম
আপনি যদি এই সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম? ঢাকা থেকে বান্দরবান ট্রেনে যাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন ২০২৪? ঢাকা থেকে বান্দরবান কত কিলোমিটার বিস্তারিত জেনে নিন? ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের কাউন্টার এর নাম্বার? ঢাকা থেকে বান্দরবান বাসের ভাড়া কত? সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

ভূমিকা

ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম সম্পর্কে আগেই জেনে রাখা হবে বুদ্ধিমানের কাজ। ভ্রমণ করা প্রায় অনেক মানুষেরই পছন্দ। চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি পার্বত্য জেলা হল বান্দরবান। যাকে বলা হয় রূপের রানী। মেঘের লুকোচুরি দেখতে চাইলে বান্দরবানই হবে আপনার জন্য সেরা ভ্রমণের জায়গা। প্রকৃতির সৌন্দর্যেরও কোন শেষ নেই। প্রাকৃতিক ঝর্ণা, পাহাড় এগুলোতে মানুষকে মুগ্ধ করে। আবার বান্দরবান ভ্রমণে যাওয়ার মানুষের সংখ্যাও কম নয়। তাই ভ্রমণে যাওয়ার আগেই মাথায় রাখবেন নিরাপদে থাকার ব্যবস্থা পাওয়ার জন্য। আর নিরাপদ থাকতে বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কে জানুন।

ঢাকা থেকে কোন বাসগুলোতে বান্দরবান যাওয়া যায়

মানুষ যখন ভ্রমণে যেতে চায়, তখন তার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। কোন গাড়িতে ভ্রমণে যাবে কিভাবে ভ্রমণে যাবে এগুলোই। বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে অনেক বন্ধু-বান্ধব মিলে যখন যেতে চায়, তখন প্রয়োজন হয় গাড়ির। সবাই যখন একসাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই, তখন বাসে যাওয়াই ভালো। তাই ভ্রমণ প্রিয় মানুষদের জন্য এখন আমি আলোচনা করব ঢাকা থেকে কোন বাসগুলোতে বান্দরবান যাওয়া যায়, সেই গাড়ির নাম সম্পর্কে-
  • দেশ ট্রাভেলস বাস
  • হানিফ এন্টারপ্রাইজ
  • শ্যামলী পরিবহন
  • সেন্ট মার্টিন পরিবহন
  • ইউনিক পরিবহন

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের সময়সূচী

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের সময়সূচী আগেই জেনে রাখা ভালো। ঢাকার অনেক মানুষই বান্দরবানের উদ্দেশ্যে ভ্রমণে যায়। কোন মানুষের একদিন ছুটির সময় যখন ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাদের অনেক কিছুই জানা থাকে না। সেরকমই অনেকে রয়েছে ঢাকা থেকে বান্দরবান বাসে যাওয়ার জন্য অনেক পছন্দ করে। কিন্তু তারা যাওয়ার নিয়ম সম্পর্কে জানেনা।

আর তখন প্রয়োজন যে গাড়িতে যাবে সেই গাড়ির সম্পর্কে বিস্তারিত জানা। গাড়ির সময়সূচী সম্পর্কে ধারণা রাখা। কারন একটি বাস কখন ছাড়বে সেই সময়সূচী জানা না থাকলে কোনো ভাবেই ভ্রমণে যাওয়া সম্ভব হয় না। তাই ভ্রমণ প্রিয় মানুষদের জন্য আমাদের এই আর্টিকেলটি। এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের সময়সূচী এবং ভ্রমণে যাওয়ার জন্য বাস কনফার্ম করতে পারবেন।

নং

পরিবহনের নাম

বাস ছাড়া ও পৌঁছানোর সময়

১।

সেন্ট মার্টিন পরিবহন

রাত ৮ঃ৪৫ থেকে সকাল ১১ টা ৫৫ পর্যন্ত

২।

হানিফ এন্টারপ্রাইজ

সন্ধ্যা ৭ঃ৩০ থেকে রাত, ৯ঃ১৫ পর্যন্ত

৩।

দেশ ট্রাভেল

রাত ১১ টা থেকে সকাল ৭ টা গুলার উপর পর্যন্ত

৪।

শ্যামলী পরিবহন

রাত ৯ঃ৩০ থেকে সকাল ৬ঃ০০ টা পর্যন্ত

৫।

ইউনিক পরিবহন

সন্ধ্যা ৬ঃ৩০ থেকে সকাল ১০ঃ৩০ পর্যন্ত

ঢাকা থেকে বান্দরবান বাসের ভাড়া কত জেনে নিন

ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম সম্পর্কেই আপনি এই আর্টিকেলটি থেকে জানতে পারবেন। যখন অনেক বন্ধু-বান্ধব মিলে ভ্রমণে যায়, তখন টাকা ম্যানেজ করে নেয়ার একটা ব্যাপার থাকে। তাই আমাদের জানা উচিত বাসে যাওয়ার ক্ষেত্রে কত টাকা লাগতে পারে। ভাড়া সম্পর্কে জানা না থাকলে অসুবিধা হতে পারে এবং অনেক ঝামেলা লাগে। তাই আপনি এই আর্টিকেলটি ফলো করলে ভাড়ার তালিকা জানতে পারবেন। চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে বান্দরবান বাসের ভাড়া কত টাকা সে সম্পর্কে -

নং

পরিবহন

এসি বাস

নন এসি বাস

1

হানিফ এন্টারপ্রাইজ

১৫০০ টাকা

৬২০ টাকা

2

ইউনিক পরিবহন

১৪০০ টাকা

৬২০ টাকা

3

দেশ ট্রাভেল

১৪০০ টাকা

৬২০ টাকা

4

শ্যামলী পরিবহন

১৪০০ টাকা

৬২০ টাকা

5

সেন্ট মার্টিন

৯৫০ টাকা

৬২০ টাকা

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের কাউন্টার এর নাম্বার

ভ্রমণে যাওয়ার জন্য অনেক মানুষ আছে, তারা জানেনা কিভাবে বাস বুকিং করবে। যারা বাস বুকিং করতে পারেন না এবং বাস বুকিং করা সম্পর্কে যাদের কোন ধারণা নেই, তাদের জন্য। আমরা যে বিষয়ে এখন আলোচনা করব তা জানা আপনার জন্য খুবই জরুরী। আর এখন যে বিষয়ে আলোচনা করব তার মাধ্যমে আপনারা খুব সহজেই বাস বুকিং করতে পারবেন। আপনার হাতে যদি একটি এক্সপার্ট ফোন থাকে তাহলে তার মাধ্যমেও আপনি বাস বুকিং করতে পারবেন। বাস বুকিং করার পাশাপাশি আপনার জানা উচিত বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কেও। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাসের কাউন্টার এর নাম্বার গুলো -

নং

Paribahan name

counter number

1

Hanif Enterprise

01713-049559

2

Desh Travels

01762-684430

3

unique paribahan

01963-622279

4

Saint Martin paribahan

01762-691339

5

shyamoli paribahan

No Number

ঢাকা থেকে বান্দরবান কত কিলোমিটার জেনে নিন

ভ্রমণে যাওয়ার আগে ঢাকা থেকে বান্দরবান কত কিলোমিটার? তা জানার ইচ্ছা প্রায় সকলেরই থাকে। আর হ্যাঁ আপনি এই আর্টিকেলটি থেকে জানতেও পারবেন ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম সম্পর্কে। বান্দরবান ঢাকা থেকে দক্ষিণ দিকে অবস্থিত। বান্দরবান হলো বাংলাদেশের সর্বপ্রথম পাহাড়ি জেলা। এটি একটি সৌন্দর্য অপরিসীম সমৃদ্ধ, আনুষ্ঠানিক, ধারাবাহিক এবং
সংস্কৃতি অনেকগুলো আকর্ষণীয় স্থান রয়েছে। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার ব্যবস্থা খুবই উন্নত। বান্দরবানে যেতে আপনি পাবলিক ট্রান্সপোর্ট, বাস, গাড়ি ও লঞ্চে করে যেতে পারবেন। ঢাকা থেকে বান্দরবানের ২০০ কিলোমিটার। ঢাকা থেকে বান্দরবানে যেতে বাসে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। ট্রেনে যেতে চাইলে ১১ থেকে ১২ ঘন্টা সময় লাগে এবং লঞ্চে যেতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগে। তাছাড়া আপনি যদি প্রাইভেট গাড়িতে যেতে চান,

তাহলে ১০ থেকে ১২ হাজার টাকা এবং পাবলিক বাসে যেতে চাইলে ৬০০ থেকে ৮০০ টাকা খরচ হয়। লঞ্চে যেতে চাইলে খরচ হবে প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকার মতো। বান্দরবনে গিয়ে আপনি খুবই উপভোগ করতে পারবেন। সুন্দর প্রকৃতি, চারপাশে পানির ঝরনা, নিরবতা, পাহাড় এবং জলাশয়। বান্দরবানের ভ্রমণ করার পরে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ঢাকা থেকে বান্দরবান ট্রেনে যাওয়ার নিয়ম

ঢাকা থেকে বান্দরবান ট্রেনে যাওয়ার জন্য সরাসরি কোনো সুযোগ নেই। তবে আপনি ট্রেনে বান্দরবান ভ্রমণে যাওয়ার জন্য প্রথমে আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে এবং চট্টগ্রামে গিয়ে নগরীর বদ্দারহাট বাস টার্মিনাল থেকে পূবালী অথবা পূর্বানী বাসে ২২০ টাকা ভাড়া দিয়ে বান্দরবান যেতে পারবেন। এছাড়াও আপনি যদি চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে যেতে চান, তাহলে ২০০ থেকে ৩০০ টাকা ভাড়ায় বাসে করে বান্দরবান যেতে পারবেন।
ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে যাওয়ার জন্য কিছু ট্রেন রয়েছে। Suvarna Express, Turna Express, Anantanagar Sonar Bangla Express, Mahanagar godhuli, turna Express এই ট্রেনগুলো ঢাকা থেকে চট্টগ্রাম যায়। এছাড়া ও ঢাকা থেকে চট্টগ্রামে বেশ কিছু মেইল এবং এক্সপ্রেস ট্রেন যায়। ঢাকা থেকে বান্দরবান ট্রেনে যাওয়ার নিয়ম সম্পর্কে তো আমরা জানতে পারলাম। চলুন এখন জেনে নেই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের নাম ও ভাড়া সম্পর্কে -


নং

ধরন

ট্রেনের ভাড়া

1

শোভন

340 TK

2

শোভন চেয়ার

405-450 TK

3

এক শ্রেণীর বার্থ

932 TK

4

এসি বার্থ

1398 TK

5

স্নিগ্ধ

777-855 TK

6

এসি চেয়ার

932 TK

7

একক শ্রেণীর চেয়ার

621 TK


ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম - ২০২৪

কোথাও ঘুরতে গেলে প্রথমেই ভাবতে হবে নিরাপত্তা এবং আরাম আয়েশের কথা। তাই ভ্রমনে গিয়ে প্রথমেই আপনার উচিত হবে কোন একটি হোটেল ভাড়া নেওয়া। এখানে আমি কিছু হোটেল সম্পর্কে আলোচনা করব। এই হোটেলগুলোতে আপনি নিরাপত্তা এবং ঝামেলা ছাড়াই থাকতে পারবেন। চলুন জেনে নেই ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম সম্পর্কে -
ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম
  • বননিবাস রিসোর্স বান্দরবান হোটেল: বান্দরবান থেকে এই হোটেলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার দূরে। এখানে ব্যক্তিগত গাড়ি পার্কিং, পরিবারের জন্য আলাদা আলাদা রুম এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আপনার খরচ পড়বে ২৫০০ থেকে ৬০০০ টাকার মতো।
  • হলিডে ইন রিসোর্স বান্দরবান: বান্দরবান থেকে এই হোটেলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এখানের সৌন্দর্য খুবই ভালো। থাকার জন্য রয়েছে লেক ভিউ, ফ্যামিলি রুম রয়েছে এছাড়াও হানিমুন কটেজ পাবেন। এখানে থাকার জন্য আপনার খরচ লাগবে ৩০০০ টাকা থেকে ৭ হাজার টাকার মতো।
  • সাইরু হিল রিসোর্ট: বান্দরবান শহর থেকে এই হোটেলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এটিকে বলা হয় বাংলাদেশের একটি অন্যতম সুন্দর রিসোর্ট। এখান থেকে আপনি সরাসরি মেঘ ও সাঙ্গু নদী দেখতে পাবেন। অতিরিক্ত আরাম-আয়েশের জন্য শীত নিয়ন্ত্রিত রোম পাবেন। এছাড়াও রয়েছে সুইমিং পুল ও বিজনেস হল। এখানে আপনার খরচ পড়বে ১১ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত।
  • হোটেল নাইট হেভেন: বান্দরবান শহর থেকে এই হোটেল একদম কাছেই রয়েছে। এটি তালুকদার পাড়াতে অবস্থিত। এখানে রুমগুলো পাবেন অনেক পরিপাটি। তাছাড়াও এখানে ৫০ থেকে ৬০ জনার অনুষ্ঠান করার মত জায়গা রয়েছে। এখানে পাবেন ২৪ ঘন্টা রুম সার্ভিস এবং গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে থাকার জন্য ২২০০ টাকা থেকে ৫০০০ টাকার মত লাগে।
  • গ্রিন পিক রিসোর্ট: এটি বান্দরবান শহর থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে অবস্থিত। এটি একটি ভালো থাকার জায়গা। এখানে পাবেন চমৎকার কাঠের নকশা মোড়ানো রিসোর্ট এবং শীতাতব রুম। আপনি যদি কোন প্রকার কোলাহল ছাড়া মুক্ত পরিবেশে থাকতে চান তাহলে এই রিসার্চটি আপনার জন্য ভালো হবে। এখানে থাকার জন্য খরচ হবে ৩৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত।
  • হোটেল ডি’মোর: এটি বান্দরবানের একটি পরিপাটি হোটেল। এখানে গেলে আপনি বাগান, বারান্দা আর রেস্তোরাঁসহ তিন তারকা হোটেল খুঁজে পাবেন। হোটেল ডি’মোর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ১০০ কিলোমিটার দূরে।
  • হোটেল হিল ভিউ বান্দরবান: এটি হলো বান্দরবানের সবচেয়ে ভালো একটি আবাসিক হোটেল। বান্দরবানের মূল শহর থেকে বাস স্টেশন পেরোলেই এই হোটেলটি পেয়ে যাবেন। এই হোটেলের রুম থেকে তাকালে আপনি দেখতে পারবেন চারপাশে উঁচু উঁচু সবুজ পাহাড়। এটি খুবই সুন্দর একটি দৃশ্য। এখানে প্রত্যেকটি রুমের ভাড়া ১৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। ওয়াইফাই, গাড়ি এবং মেডিকেল সুবিধা।
  • ফানুস রিসোর্ট বান্দরবান: বান্দরবান থেকে এই হোটেলটির দূরত্ব ৪ কিলোমিটার। এটি নীলাচর পর্যটন স্থানের কাছে পাবেন। এই হোটেলটির আশেপাশের পেয়ে যাবেন গাছগাছালি এবং পাহাড়। সবকিছু মিলিয়ে এই জায়গাটি খুবই নিরিবিলি একটি জায়গা। রুমের সাথে পেয়ে যাবেন বারান্দা, বাগান এবং বার্বিকিউ করার সুবিধা। এই হোটেলে প্রতি রুমের খরচ ১৭০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম এই আর্টিকেলটির মধ্যে এটি ছিল হোটেল সম্পর্কে সর্বশেষ ধারণা।

বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন ২০২৪

আপনি বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কেতো জানতে পেরেছেন। এখন এই হোটেল গুলোতে কিভাবে যোগাযোগ করতে হবে চলুন তার তালিকা দেখে নেই-
  1. হোটেলের নাম ও মোবাইল / ফোন নাম্বার
  2. সাইরু হিল রিসোর্ট - 01847417306
  3. নীলগিরি হিল রিসোর্ট - 01769299999
  4. নীলাচল নীলাম্বরী রিসোর্ট - 01551444000 /  01770232625
  5. হোটেল হিলটন - 01747626111
  6. হোটেল নাইট হ্যাভেন - 01876000444
  7. হলিডে ইন রিসোর্ট - 01553325347
  8. গ্রীন পিক রিসোর্ট - 01845776633
  9. মিলনছড়ি হিলসাইড রিসোর্ট - 01730 045050
  10. ফানুস রিসোর্ট - 01845779999
  11. হোটেল প্লাজা বান্দরবান - 01678060124
  12. হিল প্যালেস রিসোর্ট - 01988330000
  13. ভেনাস রিসোর্ট -  01552808000
  14. হোটেল হিল কুইন - 01912782 398
  15. হোটেল হিল ভিউ - 018288 66000
  16. ফরেস্ট হিল রিসোর্ট - 01716406123
  17. বন নিবাস হিল রিসোর্ট - 01725159415
  18. হোটেল রিভার ভিউ - 01731112757
  19. পর্যটন মডেল - 01991139026
  20. হোটেল গ্রিনল্যান্ড - 01845995575
  21. হোটেল ফোর স্টার - 01553421

লেখকের শেষ কথা | ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম

GAZI MAX IT এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় পাঠকবৃন্দ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন ঢাকা থেকে বান্দরবান যাওয়া থাকা খাওয়া গাড়ি ভাড়া করার সকল নিয়ম ও বান্দরবান গিয়ে হোটেল ভাড়া করার নিয়ম? সম্পর্কে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন।

এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে হয়তো আপনি আপনার অজানা তথ্যগুলো খুঁজে পেয়েছেন। এ আর্টিকেলটিতে যদি কোনো ভুল থাকে, তাহলে ক্ষমার নজরে দেখবেন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে 👇 জানিয়ে দিবেন।

Comments

Popular posts from this blog

সুন্দরবন হোটেল বা রিসোর্ট বুকিং করার নিয়ম সম্পর্কে জানুন -২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনে টিকিট কাটা - ভ্রমণ করার সকল নিয়ম

মুক্তা চাষ কিভাবে করবেন এবং মুক্তা চাষের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিবেন