আমরা হয়তো এখনো জানিনা যে ধনিয়া বা ধনে পাতার উপকারিতা ও অপকারিতা কি?ধনিয়া পাতা পছন্দ করে প্রায় মানুষই।অসাধারণ এই পাতা পুষ্টিগত গুনে ভরপুর এবং এটি একটি সুগন্ধি ঔষধি গাছ।সুস্বাদু এই পাতার বাংলাদেশি চাটনি ও মেক্সিকান সালসাতে ব্যবহার করা হয়।ধনে পাতা কে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সালাত এবং তরকারির স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করি।এ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। রোজই একঘেয়ে রান্নায় একটুখানি ধনেপাতা।একটুখানি ধনেপাতার ব্যবহারে যেন বদলে দেয় এক নিমিষেই স্বাধ ও গন্ধ দুটোই।ধনেপাতার বৈজ্ঞানিক নাম হল করিএনড্রাম সেটিভা।আজকে আমরা জানবোধনিয়া বা ধনে পাতার উপকারিতা ও অপকারিতা কি?ধনিয়া পাতায় কি কি ভিটামিন রয়েছে?সকালে ধনিয়া বেজানো পানি খেলে যেসব রোগ সারবে?ধনিয়া পাতা খাওয়ার নিয়ম।ধনিয়া পাতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে ধনিয়া বা ধনে পাতার উপকারিতা ও অপকারিতা কি রে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। উপসংহার একাধিক রোগ ভালো করতে দারুন কাজে দেয় ধনিয়া বীজ।এই মসলাটি ছাড়া তরকারি রান্না করা যেন আত্মা ছাড়া শরীর।জ্বল হোক, কি জাল; সবকিছুতেই ধনিয়া বীজের বিতরণ।আর হবেই বা না ক...